করোনা নিয়ে জয়ার সিনেমা

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
জয়া আহসান
প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্তি পেতে ঘরবন্দি ছিলেন শোবিজ তারকারা। এ তালিকায় বাদ পড়েননি অভিনেত্রী জয়া আহসানও। তবে লকডাউনের দিনেই নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। এমন খবর জানিয়েছেন জয়া নিজেই। এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, 'মহামারির মানসিক অস্থিরতার দিনগুলোতে যখন বাসায় বসে ভয় আর শঙ্কায় কাটাচ্ছিলাম, তখন পিপলু আর খান বললেন, 'চলেন ছোট করে একটা শর্ট ফিল্ম বানিয়ে ফেলি।' তারপর গল্পের মধ্যে গল্প, আর বলতে বারণ নানা কারণে পরে সেটা ফিচার ফিল্ম হয়ে গেল।' জয়ার কথায়, 'প্যানডেমিকের মধ্যে একটা সিনেমার শুট করব তার উত্তেজনাটাই আসল। তাই এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। পরে পরিচালককে বলি, চলেন তৈরি করে ফেলি। তারপর মাত্র ১৫ দিনেই একটি ফিচার ফিল্মের শুটিং শেষ করে ফেললাম।' এই সিনেমায় কাজের অভিজ্ঞতা জানিয়ে জয়া বলেন, 'ছবি অনেক সময় ছবি হয়ে ওঠে, বানাতে হয় না! সম্ভবত এটা এমনই একটা প্রজেক্ট। এটাও সত্যি যে, ১৫ দিনের শুটিংটা একটা পাগলামি ছিল। শুধু তাই নয়, এত কম মানুষ নিয়ে একটা সিনেমার শুট করা যায় সেটাও জানা হলো। অসাধারণ পরিশ্রমী কিছু মানুষের সঙ্গে একটা সুন্দর অভিজ্ঞতাও হলো। আশায় থাকলাম কী করলাম তা দেখার জন্য।' নাম ঠিক না হওয়া এই ফিচার ফিল্মটি নির্মাণ করেছেন পরিচালক পিপলু আর খান। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি ও পরিচালক নিজেই। আর এটি প্রযোজনা করেছে পিপলু আর খানের 'অ্যাপলবক্স ফিল্মস, আবু শাহেদ ইমনের 'বক্স অফিস মাল্টিমিডিয়া' ও জয়া আহসানের 'সি তে সিনেমা'।