নিশ্চুপ বলিউড মুখ খুললেন নুসরাত-মিমি

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
হইচই আর একের পর এক সব বিস্ফোরক মন্তব্য- সব যেন নিমিষেই থেমে গেছে। সুশান্ত সিং রাজপুতের মৃতু্য মামলার মোড় মাদক পাচারের দিকে ঘুরতেই কার্যত মৌনব্রত পালন করছেন বলিউডের প্রথম সারির তারকারা। হঠাৎ করেই তাদের সোশ্যাল মিডিয়ার 'অ্যাক্টিভিটি' এক ধাক্কায় থেমে গেছে। বিশেষ করে প্রথম সারির অভিনেত্রী দীপিকার নাম এই মামলায় জড়িয়ে যাওয়ার পর অমিতাভ বচ্চন, আমির খান, শাহরুখ খান, সালমন খানের মতো মহাতারকারা গোটা ঘটনা থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন। গুটিকয়েক পোস্ট ছাড়া গত কয়েকদিনে বলিউডের এ তালিকাভুক্তদের টুইটার বা ইনস্টাগ্রামে বর্তমানে উত্তপ্ত কোনো মন্তব্যও নজরে পড়েনি। এমন প্রথম সারির তারকাদের নিশ্চুপ থাকা নিয়ে নেটিজেনদের মধ্যে তুমুল ঝড় উঠেছে। কোনো কোনো তারকা আগে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন এবং এখন তারা চুপ রয়েছেন, তার খোঁজ দিয়েছে নেটিজেনদের একাংশ। তাদের মতে, কয়েক মাস আগে পর্যন্তও সুপারস্টার অমিতাভ বচ্চন প্রায় নিয়মিত কিছু না কিছু পোস্ট করতেন। সম্প্রতি তিনি চুপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন। সেটা ১৭ সেপ্টেম্বর। তারপর থেকে আর কোনো পোস্ট নেই। একই ভাবে আমির খানও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পর আর কোনো পোস্ট করেননি। কিং খানেরও সোশ্যাল মিডিয়ায় আনাগোনা সম্প্রতি একেবারে বন্ধ। গত ১৯ সেপ্টেম্বর এক সংস্থাকে তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন। এ ছাড়া আর কোনো পোস্ট নেই। সালমান খানেরও টুইটার অ্যাকাউন্টে ১৯ সেপ্টেম্বরের পর আর কোনো পোস্ট নেই। যদিও সংসদ সদস্য অভিনেত্রী মিমি চক্রবর্তীও এ প্রসঙ্গে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, 'বলিউডে শুধু মহিলারাই মাদকাসক্ত! আর পুরুষরা শুধু রান্না করেন, ঘর পরিষ্কার করেন এবং কাঁদতে কাঁদতে জোড় হাতে তাদের স্ত্রীদের জন্য প্রার্থনা করেন। ঈশ্বর ওদের রক্ষা করুন!' আরেক সংসদ সদস্য অভিনেত্রী নুসরাত জাহান বলেছেন, 'বলিউডই হোক বা টালিউড হোক, মাদক সেবন করা উচিত নয়। কিন্তু হঠাৎ করেই সুশান্ত সিংয়ের মৃতু্যর ঘটনার তদন্ত যেভাবে বলিউডের মাদকচক্রে ঘুরে গেল, তা যথেষ্ট সন্দেহজনক। বিহার নির্বাচনের জন্য এটা একটা রাজনৈতিক কৌশলও হতে পারে।'