আন্তর্জাতিক পস্নাটফর্মে বাড়ছে দেশীয় কনটেন্ট

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

রায়হান রহমান
'অ্যামাজন প্রাইম'-এ প্রচার হতে যাওয়া 'ম্যাডবয়-রিলঞ্চড'-এর একটি দৃশ্য
নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ও হইচইয়ের মতো জনপ্রিয় আন্তর্জাতিক অনলাইন পস্নাটফর্মে ক্রমই বাড়ছে বাংলাদেশি নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সংখ্যা। পাশাপাশি বেশ কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও মুক্তির অপেক্ষায় রয়েছে। দেশীয় কনটেন্টের মান, নির্মাতাদের দুরদর্শিতা ও অভিনয় শিল্পীদের সাবলীল অভিনয় এই প্রক্রিয়াটিকে আরও সহজ করে দিয়েছে। এর মধ্য দিয়ে বহির্বিশ্বের শোবিজ অঙ্গনের সঙ্গে আমাদের দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক দূরত্বের বিষয়টি কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই ধারাবাহিকতায় বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি পস্নাটর্ফম 'অ্যামাজন প্রাইম'-এ প্রকাশ হতে যাচ্ছে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। একটির নাম 'ম্যাডবয়-রিলঞ্চড', অন্যটি হচ্ছে 'আমার অপরাধ কি'? প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দর্শকদের জন্য অ্যামাজান প্রাইমে মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য দুটি। কয়েকদিনের মধ্যে বিশ্বের সব দেশের দর্শকের জন্য রিলিজ হবে 'ম্যাডবয়-রিলঞ্চড' ও 'আমার অপরাধ কি'? জানা গেছে পরিচালনার পাশাপাশি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তিনি অভিনয়ও করেছেন। ইংরেজি সাবটাইটেলে তার এ দুটি শর্টফিল্ম পহেলা অক্টোবর থেকে অ্যামাজান প্রাইমে পাওয়া যাবে বলেও জানিয়েছেন এই নির্মাতা। এতে অভিনয় করেছেন মনিরা মিঠু, তানজিম অনিক প্রমুখ। বান্নাহ বলেন, 'ম্যাডবয়' এ ফান এবং সামাজিক সচেতনতা, পারিবারিক বন্ধনের বার্তা থাকবে। তবে কোনো প্রেম নেই। শুধু বাংলাদেশ এবং ইন্ডিয়ার জনপ্রিয় ওটিটি পস্নাটফর্মে সীমাবদ্ধ নয়, বাংলাদেশি নির্মাতা হিসেবে আমার কনটেন্টগুলো বিশ্বের বিভিন্ন ওটিটি পস্নাটফর্মে পাওয়া যাবে। বিশ্ববিখ্যাত অ্যামাজান প্রাইম দিয়েই ওটিটিতে কাজ শুরু করলাম। সত্যিকার অর্থে এটি অন্যরকম এক চ্যালেঞ্জ।' এদিকে, গত ঈদে নাটক হিসেবে ইউটিউবে প্রকাশ পায় বান্নাহর নির্দেশনায় 'আমার অপরাধ কি। নাটক হিসেবে ইউটিউবে উন্মুক্ত করা হলেও অ্যামাজান প্রাইমে যাবে শর্টফিল্ম হিসেবে। প্রখ্যাত কথাসাহিত্যক প্রয়াত হুমায়ুন আহমেদের মিছির আলীকে নিয়ে নির্মিত একটি সিরিজ অ্যামাজন প্রাইমে প্রচারের অপেক্ষায় রয়েছে। নাফে মোহাম্মদ এনাম নামের একজন নির্মাতা অ্যামাজান প্রাইমের জন্য 'আনকেনি এপিসোড' শিরোনামে একটি ভৌতিক সিরিজ নির্মাণ করছেন। এতে মিছির আলীকেও রাখা হয়েছে। বিদেশি দর্শকদের সঙ্গে মিসির আলীকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এ পরিকল্পনা করা হয়েছে।