সা ক্ষা ত কা র

দর্শকের ওপর নির্ভর করছে মুক্তি প্রতীক্ষিত ছবির ভবিষ্যৎ

চলচ্চিত্রের আলোচিত নায়িকা আইরিন সুলতানা। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন ও ওয়েব সিরিজেও তিনি আলোচিত। মুক্তির অপেক্ষায় আছে এ অভিনেত্রীর কয়েকটি ছবি। করোনায় আটকে আছে হাতে থাকা একাধিক চলচ্চিত্রের কাজ। শুটিংয়ে না ফিরলেও প্রস্তাব পাচ্ছেন চলচ্চিত্রের। চলচ্চিত্রের নানা বিষয়ে তার সঙ্গে কথা বলেন মাসুদুর রহমান

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
আইরিন সুলতানা
ফটোশুটে আইরিন... পূজাকে সামনে রেখে সম্প্রতি কিছু ফটোশুটের কাজ করেছি। কাজগুলো ভালো হয়েছে। শাড়ি পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। এসব দিন-রাত্রী... বাসাতেই সময় কাটছে। নিজের মতো করে সময় পার করছি। প্রচুর সিনেমা দেখছি। করোনায় ঘরে থাকলেও বেশকিছু ভালো কাজও করেছি। রেডিও অনুষ্ঠান করেছি, বাসা থেকেই অনেক লাইভ প্রোগ্রাম করেছি। খুবই নিরাপত্তার মধ্যে দুই ঈদে কয়েকটি টিভি অনুষ্ঠান করেছি। সামাজিক যোগাযোগের মাধ্যমেও একটি থেকেছি। শুটিংয়ে ফেরা... কবে নাগাদ শুটিংয়ে ফিরতে পারব তা নির্ভর করছে আটকে থাকা ছবির পরিচালকদের ওপর। 'সেভ লাইফ', 'আহারে জীবন' ছবি ও ওয়েব সিরিজ 'পার্টনার' এর শুটিং বন্ধ রয়েছে। হয়তো পরিস্থিতি আরও স্বাভাকি হওয়ার অপেক্ষায় আছেন পরিচালকরা। নতুন সিনেমায়... প্রস্তাব পাচ্ছি। বেশ কজন পরিচালকের সঙ্গে নতুন সিনেমার ব্যাপারে কথাবার্তা চলছে। গল্প, চরিত্র সবকিছু মিলে গেলে অবশ্যই কাজ করব। সবকিছু চূড়ান্ত হলে সবাই জানবেন। প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়... করোনার কারণে ইন্ডাস্ট্রির অনেক সিনেমা মুক্তি আটকে আছে। এর মধ্যে বেশকিছু আলোচিত ছবিও ছিল। 'রৌদ্র ছায়া', 'শিবরাত্রী', 'গন্তব্য'সহ আমার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী মাসের ১৬ তারিখ থেকে সিনেমা হল খোলার কথা রয়েছে। একটা সিনেমা মুক্তি পেলে অবস্থাটা বোঝা যাবে। আসলে দর্শকের মুডের ওপর নির্ভর করছে মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর ভবিষ্যৎ। ছবি যতই ভালো হোক, দর্শক না দেখলে তা সফলতা ব্যর্থ হয়। করোনা-পরবর্তী... করোনায় সবার জীবনেই প্রভাব ফেলেছে। আমাদের ইন্ডাস্ট্রিরও ক্ষতি হয়েছে। সামনে প্রচুর কাজ করতে হবে। ভালো গল্পের ছবি বানাতে হবে। শুধু বাজেট বাড়ালেই হবে না, মানসম্পন্ন ছবিও বানাতে হবে। ভালো ভালো প্রডাকশন তৈরি করে দর্শকদের হলমুখী করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে বিগত সময়ে যে ক্ষতিটা হয়েছে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে আমার মনে হয়।