সংগীতে দেড় যুগ পেরিয়ে সুমন কল্যাণ

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
সুমন কল্যাণ
সুমন কল্যাণ। একাধারে একজন কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক। পেশাগতভাবে ২০০২ সাল থেকে তিনি একজন সংগীত পরিচালক হিসেবে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন। তার সুর সংগীতে গান গেয়েছেন সুবীর নন্দী, তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, শাফিন আহমেদ, মমতাজ, বাপ্পা মজুমদারসহ এই প্রজন্মের পারভেজ, সাব্বির, রাজীব, লিজা, কিশোর, রন্টি, ঐশীসহ আরও অনেকে। ব্যান্ড মিউজিকের ঐতিহ্যবাহী শহর চট্টগ্রামের বেনীলাল দাসগুপ্ত ও নমিতা দাসগুপ্ত দম্পতির সন্তান সুমন কল্যাণ মূলত ১৯৯০ সাল থেকে চট্টগ্রামের বিভিন্ন ব্যান্ড দলের সঙ্গে কীবোর্ড বাজাতেন। দীর্ঘদিন কীবোর্ড বাজাতে বাজাতেই কম্পোজিসনের প্রতি প্রবল আগ্রহ জন্মায় তার। সেই আগ্রহ থেকেই ২০০২ সালে তিনি গান, সুর ও সংগীতায়োজন শুরু করেন। তার সুর ও সংগীতে প্রথম ২০০৪ সালে মিক্সড অ্যালবাম 'কাছে আসার দিন ভালোবাসার দিন' ভালোবাসা দিবসে প্রকাশিত হয়। এতে গান গেয়েছিলেন বাপ্পা মজুমদার, সুধীন দাসের ছেলে নিলয় দাস ও শাহীন আহমেদ। পরে একের পর এক তিনি বিভিন্ন সংগীতশিল্পীর জন্য গানের কাজ শুরু করেন। আবার নিজেও বিভিন্ন ধরনের গান গাইতে থাকেন। কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরীর কণ্ঠে দেশাত্মবোধক গান 'সালাম বাংলাদেশ সালাম' শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। এই গানটি তার ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় একটি গান। সাইফুদ্দিন ইমনের লেখা এই গানটি অবশ্য সুমন কল্যাণ নিজেও গেয়েছিলেন। ২০১১ সালে 'সালাম বাংলাদেশ' অ্যালবামটিতে আরও গান গেয়েছিলেন তপন চৌধুরী ও শাফিন আহমেদ। মূলত এটি ছিল একটি দেশাত্মবোধক গানের অ্যালবাম। সুমন কল্যাণের নিজের গাওয়া প্রথম একক অ্যালবাম 'নাগরিক আকাশ' প্রকাশিত হয় ২০১২ সালে। পরে ২০১৪ সালে প্রকাশিত হয় 'গানের কৃতদাস' ও 'সুইসাইড নোট। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে 'ছাতার কারিগর' ও 'সুইসাউড নোট'। পিএ কাজল পরিচালিত কবির বকুলের লেখা একটি সিনেমায় প্রথম সিনেমার গানের সংগীত পরিচালনা করেন সুমন কল্যাণ, যাতে কণ্ঠ দিয়েছিলেন মমতাজ। বিষয়-ভিত্তিক গান করার ক্ষেত্রে সুমন কল্যাণ অনবদ্য। যে কারণে অনেকেই তার সঙ্গে বিষয়-ভিত্তিক গান করার জন্য নিয়মিত যোগাযোগ করেন। এটাও তার সংগীতজীবনের অন্যরকম সাফল্য হিসেবে দেখেন তিনি।