মাসুদ রানা বাছাই করবেন ফেরদৌস ও পূণির্মা

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
কাজী আনোয়ার হোসেনের অনন্য সৃষ্টি ‘মাসুদ রানা’ সিরিজের ‘ধ্বংস পাহাড়’ উপন্যাস অবলম্বনে নতুন চলচ্চিত্র তৈরি করবে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ‘মাসুদ রানা’ চরিত্রে যে অভিনয় করবেন তাকে একটি রিয়্যালিটি শোর মাধ্যমে খুঁজে বের করা হবে। ‘কে হবে মাসুদ রানা’ শিরোনামের এরই মধ্যে এই রিয়্যালিটি শোর আয়োজন করেছে চ্যানেল আই। আর বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাছাই করার কাজটি করবেন বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক ফেরদৌস আর নায়িকা পূণির্মা। এই রিয়্যালিটি শোর বিচারক হিসেবে এরই মধ্যে চ্যানেল আইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। আগামী মাসের প্রথম সপ্তাহে এই আয়োজনের পুরো কমর্যজ্ঞ শুরু হবে। তার আগে প্রমো আর ফটোশুটে অংশ নেবেন ফেরদৌস ও পূণির্মা। চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘বছর দশেক আগে ইমপ্রেস টেলিফিল্ম থেকে পরিচালক (বিপণন) ইবনে হাসান খান আমাকে মাসুদ রানা চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। তখন নানা কারণে প্রজেক্টটি হয়নি। তবে এটা ঠিক, মাসুদ রানা চরিত্রটি খুবই লোভনীয়। নায়ক মাত্রই এমন একটি চরিত্রের জন্য অপেক্ষা করবে। আমি এই চরিত্রে অভিনয় করতে পারিনি, কিন্তু এই আয়োজনের সঙ্গে যুক্ত আছি। আমি এবার মাসুদ রানা চরিত্রের জন্য একজনকে বাছাই করার গুরুত্বপূণর্ দায়িত্বে আছি।’ পূণির্মা বলেন, ‘আমরা এমন একজন নায়ক খুঁজে বের করব, যার মধ্যে নায়ক হওয়ার সব গুণ থাকবে। প্রতিযোগীদের সেভাবেই দেখব আমরা।’ এর আগেও ফেরদৌস আর পূণির্মা চ্যানেল আইয়ের সেরা নাচিয়ে রিয়্যালিটি শোর বিচারকের দায়িত্বে ছিলেন। রিয়্যালিটি শো’র সঙ্গে যুক্ত আছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার। রিয়্যালিটি শোতে নিবাির্চত তিন তরুণ অভিনয় করবেন মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’, ‘ভরতনাট্যম’ ও ‘স্বণর্মৃগ’ উপন্যাস অবলম্বনে তিনটি চলচ্চিত্রে। ১৯৭৪ সালে বাংলাদেশে মাসুদ রানাকে নিয়ে প্রথম চলচ্চিত্র তৈরি করেন চিত্রনায়ক সোহেল রানা। চলচ্চিত্রটির মধ্য দিয়ে বড় পদার্য় অভিষেক ঘটে জনপ্রিয় এ নায়কের।