যুক্তরাষ্ট্রে স্বপ্নজাল

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
গুণী পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিটি এবার যুক্তরাষ্ট্রের পঁাচটি শহরে প্রদশির্ত হবে। পরিবেশক বায়োস্কোপ ফিল্মস এই প্রদশর্নীর আয়োজন করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নিবার্হী কমর্কতার্ রাজ হামিদ জানান, এবার ‘স্বপ্নজাল’ ছবিটি দেখানো হবে নিউইয়কর্, ভাজিির্নয়া, ফ্লোরিডা, নথর্ ক্যারোলিনা ও ডালাসে। আজ বিকেল চারটায় জ্যামাইকার সিনেপ্লেক্সে, নথর্ ক্যারোলিনার রোলি শহরের ওয়েদারস্পোন স্টুডেন্ট সেন্টারে ১৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায়, ৭ অক্টোবর দুপুর দুটায় ভাজিির্নয়ার ডিসি সিনেমা হলে, ফ্লোরিডার অরল্যান্ডো শহরের সাউথ চেইস সিনেমা হলে ৩০ সেপ্টেম্বর দুপুর দুটায় এবং ডালাসের ভেনিশিয়ান সিনেমা হলে ৭ অক্টোবর দুপুর দুটায় ছবিটি দেখতে পাবেন দশর্ক। রাজ হামিদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহগুলোতে আমরা বাংলাদেশের সিনেমার নিয়মিত প্রদশর্নীর আয়োজন করছি। এরপর পোড়ামন ২ এবং মাটি ছবি দুটি এখানে মুক্তির পদক্ষেপ নেয়া হয়েছে। যদি বাংলা ভাষাভাষী দশর্ক হলে গিয়ে সিনেমা দেখেন, তাহলে আমাদের চেষ্টা সাথর্ক হবে।’ ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করেছেন পরীমনি, ইয়াশ রোহান, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, শাহেদ আলী প্রমুখ। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশনস।