পূজা উদ্বোধন করবেন ঋতুপর্ণা

প্রকাশ | ২১ অক্টোবর ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
কলকাতা আদৌ লন্ডন হয়ে উঠবে কি না- তা নিয়ে একটা সময় বহু নিউজপ্রিন্ট খরচ হয়েছে। শারদোৎসব নিয়ে কলকাতায় পূজা কমিটিগুলো কোমর বেঁধে নেমে পড়লেও লন্ডনে এ বছর কোনো পূজার অনুমতি মেলেনি। করোনা মহামারির তান্ডবে এবার সেটা হচ্ছে না। তাই বলে কি পূজা বাদ দিলে হয়! এই ডিজিটাল যুগে পূজাও এবার ডিজিটাল। সুদূর লন্ডনের পূজার আসর বসবে এবার কলকাতা শহরে। কীভাবে? এদেশ থেকে ইংল্যান্ডের বিভিন্ন পূজা সম্পন্ন করতে পাড়ি জমাতেন সুবীর চট্টোপাধ্যায়। এবার মা আসছেন তার কলকাতার বাড়িতেই। অরপিংটন, কেন্ট, লন্ডনসহ বেশ কিছু জায়গায় পূজা করতেন সুবীর বাবু। মূলত মহিলাদের দ্বারা পরিচালিত এই পূজা সংস্থার নাম 'উৎসব'। সংস্থার তরফে জানা গেল, পুরোহিত মশাইয়ের বাড়িতে তাদের প্রতিমার ছবি সাজানো হবে। সেখানেই হবে পূজা। চলবে ডিজিটাল স্ট্রিমিংও। জুম অ্যাপের মাধ্যমে থাকবে পূজার ব্যবস্থা, পুষ্পাঞ্জলি প্রদান। হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। সিঙ্গাপুর থেকে এই পূজার ভার্চুয়াল উদ্বোধনে থাকবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বলছিলেন, 'করোনাকালে পূজাও এবার ডিজিটাল। অরপিংটন, লন্ডনের পূজা এবার কলকাতায়। ডিজিটাল মাধ্যমে পূজার এই আয়োজন সার্থক হোক এই প্রার্থনা করি।'