নেই জনপ্রিয় শিল্পীরা

পূজায় একগুচ্ছ নতুন গান

প্রকাশ | ২১ অক্টোবর ২০২০, ০০:০০

মাসুদুর রহমান
বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবে সবকিছু থেমে গেলেও থেমে নেই ধর্মীয় রীতিনীতির নির্দিষ্ট কিছু আয়োজন। করোনায় মুসলমানদের দুই ঈদের পর এবার এল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামীকাল থেকে শুরু হচ্ছে এই উৎসব। এই আয়োজনকে আরও রঙিন করতে সংগীতশিল্পীরা তৈরি করেছেন নতুন গান। বিভিন্ন টিভি চ্যানেলের পাশাপাশি ইউটিউবে দেখা যাবে গানগুলো। তবে প্রতিবারের মতো পূজার গানে থাকছেন না জনপ্রিয় কিংবা এ সময়ের আলোচিত তারকাশিল্পীদের গান। খোঁজ নিয়ে জানা গেছে, এবারের পূজায় 'আঁধার নেমে আসা এ জগতে' শিরোনামে যৌথকণ্ঠে নতুন একটি গান করেছেন আটজন শিল্পী। এই গানের সংগীত পরিচালনা করেছেন ফিডব্যাকের দলনেতা ফুয়াদ নাসের বাবু। তার সংগীত পরিচালনায় বহু গান নির্মিত হলেও পূজার গান আগে করা হয়নি। বাংলাদেশ টেলিভিশনে পূজার বিশেষ অনুষ্ঠানের জন্য গানটি তৈরি করা হয়েছে। 'আঁধার নেমে আসা এ জগতে' গানটিতে কণ্ঠ দিয়েছেন অলক কুমার সেন, চম্পা বণিক, সন্দীপন দাস, হৈমন্তী রক্ষিত দাস, দেবলীনা সুর, অপূর্ব অপু, অবন্তী দেব সিঁথি ও মন্টি সিনহা। গানটি লিখেছেন সুমন সাহা। দেশের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিশ্বরঙের কর্ণধার বিপস্নব সাহা নির্মাণ করেছেন বিগ বাজেটের 'পূজা বাড়ির গান'। মিউজিক ভিডিওতে পূজা বাড়ির আনন্দ-উলস্নাস, আবেগ-অনুভূতি, পরিবারের সব বয়সি মানুষের ধর্মীয় ভাবাবেগ, স্রষ্টার প্রতি আরাধনার বিভিন্ন রূপ প্রকাশ পেয়েছে এক অনন্য শিল্পমাত্রায়। ভিডিওটি ধারণ করায় সহযোগিতা করেছেন ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ। এটি গত ৬ অক্টোবর বিশ্বরঙ বনশ্রী শাখায় এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে মিউজিক ভিডিওটি ইউটিউবে মুক্তি পেয়েছে। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথাও লিখেছেন বিপস্নব সাহা। শুধু তাই নয়, 'পূজা বাড়ির গান' মিউজিক ভিডিওটি পরিচালনাও করেছেন তিনি। গানের সুর ও সংগীত করেছেন উজ্জ্বল সিনহা। আলাদা আবহ নিয়ে পূজায় হাজির অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ১৫ জন পথশিশু নিয়ে তিনি একটি পূজার গানের মিউজিক ভিডিও করেছেন। 'এসেছে দুর্গা মা' শিরোনামের এই গানটিতে যুক্ত রয়েছেন লন্ডনপ্রবাসী সংগীতদম্পতি রাজা কাশ্যাফ ও রুবাইয়াত জাহান। রাজা কাশ্যফের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন রুবাইয়াত জাহান। দুর্গাপূজা উৎসবকে ঘিরে তৈরি বিশেষ এই গানটির ভিডিও শুটিং হয়েছে রমনা কালীমন্দির ও আশপাশের এলাকায়। এই গানের মাধ্যমে প্রায় এক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ান নওশাবা। গানটি প্রকাশ হচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন ব্যানারে। পূজা উপলক্ষে কণ্ঠশিল্পী আপন 'দুর্গা মা'ই কি জয়' শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিলেন। ১২ অক্টোবর তার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। গানটির কথা ও সুর করেছেন সাইফুল ইসলাম। পাশাপাশি এর নৃত্য পরিচালনাও করেছেন তিনি। গানটির কম্পোজিশন করেছেন অনুপ। সম্প্রতি ঢাকেশ্বরী মন্দিরে এর দৃশ্যধারণ করা হয়েছে। প্রথমবারের মতো দুর্গাপূজার গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী শিলা দেবী। ১১ সেপ্টেম্বর রাজধানী ধানমন্ডির স্টুডিও জয়াতে 'মা দুর্গা ২০২০' শিরোনামের গানটিতে কণ্ঠ দেন শিলা দেবী। আর মিউজিক ভিডিওতে অভিনয় করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ইসলাম'সহ এক ঝাঁক নৃত্যশিল্পী। রেজাউর রহমান রিজভীর কথায় এই গানের সুর-সংগীতায়োজন করেছেন রাজন সাহা। আসন্ন দুর্গাপূজায় জয়ার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে গান ভিডিওতে প্রকাশ পাবে 'মা দুর্গা ২০২০'। রিজভীর কথায় মধুরা ভট্টাচার্য গেয়েছেন পূজার গান 'রিমঝিম বৃষ্টিতে'। ক্যারিয়ারে প্রথম পূজার গান করেছেন ক্লোজআপ তারকা পুলক অধিকারী। 'মা এলো' শিরোনামের এই গানটি লিখেছেন জীবক বড়ুয়া। সুর-সংগীতায়োজনে উজ্জ্বল সিনহা। ভিডিও নির্মাণে সৌমিত্র ঘোষ ইমন। রমনা মন্দিরে গানটির চিত্রায়ন করা হয়েছে। পূজার দুটি গান করেছেন রবীন্দ্র সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী। ওয়ালিদ আহমেদের কথায় 'ক্ষণিকের অভিমান' শিরোনামের গানটির সুর ও মিউজিক করেছেন নির্ঝর। সাদামাটার ব্যানারে এটি প্রকাশ পাবে। শ্রাবনী জলির কথায় 'বাহানা' শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন নির্ঝর। এটি নির্ঝর চৌধুরীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানিয়েছেন নির্ঝর।