আলোচনায় প্রিয়াঙ্কা চোপড়া

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
প্রিয়াঙ্কা চোপড়া
বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ারও ব্যক্তিগত জীবনে অনেক অপূর্ণতা, অধরা 'আনফিনিশড' কাজ রয়েছে। তার সেসব স্মৃতিকথার নাম দিয়েছেন 'আনফিনিশড'। কিন্তু এসব অপূর্ণতা নিয়ে একদমই চিন্তিত নন তিনি। আত্মজীবনী প্রকাশের আগে জীবনের কিছু ছোট মুহূর্ত তুলে ধরছেন। কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আবার কখনো গণমাধ্যমে। অভিনেত্রীর ভাষায়, সামনের দিকে তাকাতে পছন্দ করি আমি। এগিয়ে যাওয়ার সময় ফেলে আসা জিনিসের কথা ভাবতে আমি পছন্দ করি না। আর এটাকে আমি ভালো দৃষ্টিতে দেখি। ২০০০ সালে 'মিস ওয়ার্ল্ড' হয়ে বলিউডের শীর্ষ অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নেন তিনি। এরপর জায়গা করে নেন আন্তর্জাতিক মিডিয়ায়। বর্তমানে তিনি ইউনিসেফের একজন গুডউইল অ্যাম্বাসেডরও। জীবনের অনেকটা পথই এখনো বাকি থাকায় সেসব 'আনফিনিশড' কাজ শেষ করতে চান তিনি