এবার 'মা' নিয়ে আব্দুল আজিজের গান

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
মো. আব্দুল আজিজ
না, পেশাদার কোনো গায়ক নন তিনি। তবে ছোটবেলা থেকেই গান ও সুরকে মনের মধ্যে লালন করতেন। কথা, সুরের বুনন করতেন মনের নিভৃত কোণে। এর আগে ঘরোয়া আয়োজনে অনেক গান গাইলেও এবারই প্রথমবারের মতো গান প্রকাশ করলেন তিনি। সম্প্রতি নিউজ টোয়েন্টি ফোর মিউজিকের ব্যানারে প্রকাশ পেল তার প্রথম গানের মিউজিক ভিডিও। 'বঙ্গবন্ধু আমি ভুলিনি তোমায়' শিরোনামের এ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন নিজেই। আর সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পঙ্কজ। গানটি প্রকাশের পর থেকেই বেশ সাড়া পাচ্ছেন বলে জানালেন তিনি। এ গুণী শিল্পীর নাম মো. আব্দুল আজিজ। তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য না। কেবলমাত্র বঙ্গবন্ধুকে ভালোবেসেই তাকে নিয়ে গানটি গাওয়া বলে উলেস্নখ করেন তিনি। আব্দুল আজিজ বলেন, 'বঙ্গবন্ধু কোনো দলের নন, তিনি সার্বজনীন। তার অবদানের কাছে আমাদের অবদান তুচ্ছ। তাকে পরিমাপ কিংবা তার আদর্শ পরিমাণ করার চেষ্টা বৃথা। জোয়ারে ভাসতে নয়, দেশ ও বঙ্গবন্ধুর প্রতি দায়বদ্ধতা থেকেই গানটি করেছি। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য নেই। তবে তাকে নিয়ে একটা প্রামাণ্যচিত্র করার পরিকল্পনা আছে। আব্দুল আজিজ জানান, 'গান নিয়ে আমি প্রতিষ্ঠিত হতে চাই না। গানের মাধ্যমে আমি কেবল কিছু মেসেজ কিংবা বার্তা মানুষের মাঝে পৌঁছে দিতে চাই। সংগ্রামী ও মানুষের কল্যাণের জন্য গান গাই। বঙ্গবন্ধুর পর আমি মাকে নিয়ে একটা গান করেছি। এরপর ধূমপান নিয়ে আরেকটি গান করব। আমার এ গানগুলো যদি একজন শ্রোতারও মন ছুঁয়ে যায়, তাতেই নিজেকে ধন্য মনে করব।'