৫ পেক্ষাগৃহে 'ঊনপঞ্চাশ বাতাস'

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
শুক্রবার স্টার সিনেপেস্নক্সের তিন শাখাসহ যমুনা বস্নকবাস্টার ও বন্দর নগরী চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পেল 'ঊনপঞ্চাশ বাতাস'। 'রেড অক্টোবর ফিল্মস' এর ব্যানারে নির্মিত মাসুদ হাসান উজ্জ্বল পরিচালনা করেছেন 'ঊনপঞ্চাশ বাতাস'। পরিচালক জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় প্রথমে শুধু রাজধানী শহরের স্টার সিনেপেস্নক্সের তিন শাখা ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি দেওয়া হয়েছে ছবিটি। এর আগে গত ফেব্রম্নয়ারিতে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় 'ঊনপঞ্চাশ বাতাস'। ছবিটি দেখে সেন্সর বোর্ডের একাধিক সদস্য ভূয়সী প্রশংসা করেন। তবে দেশব্যাপী 'ঊনপঞ্চাশ বাতাস' মুক্তি না দেওয়ার কারণ হিসেবে নিজের অবস্থান পরিষ্কার করে নির্মাতা জানান, 'কেবল স্টার সিনেপেস্নক্সে মুক্তি দেওয়ার সিদ্ধান্তে অনেকে হতাশ হয়েছেন, নিজের ক্ষোভ বা আক্ষেপ প্রকাশ করছেন। তাদের আবেগ আমাকে আরও অনেক বেশি দায়বদ্ধ করে তুলেছে।