চেনা পরিবেশে ফিরে ভালো লাগছে

সামিনা চৌধুরী। দেশের নন্দিত কণ্ঠশিল্পী। 'আমার বুকের মধ্যখানে', 'আমার দুই চোখে দুই নদী', 'একবার যদি কেউ', 'কবিতা পড়ার প্রহর' ও 'ফুল পথে ফুল ঝরে'সহ বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন অসংখ্য সম্মাননা। করোনা মহামারির মধ্যে দীর্ঘদিন পর ফিরেছেন গান রেকর্ডিংয়ে। তার সঙ্গে কথা বলেছেন রায়হান রহমান

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সামিনা চৌধুরী
এগিয়ে চলতে হবে... পরিস্থিতি এখনো পুরোপুরি ঠিক হয়নি। নতুন স্বাভাবিক জীবনের যুদ্ধটা চলছেই। হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। এর মধ্যেই এগিয়ে চলতে হবে। তাই আমিও রেকর্ডিংয়ে ফিরলাম। সম্প্রতি নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছি। দীর্ঘদিন পর চেনা পরিবেশে ফিরে ভালো লাগছে। দর্শক-শ্রোতার ভালো লাগবে... কিশোর দাশের সুর ও জামাল হোসেনের লেখা 'সেই যে চলে গেলে' গানের রেকর্ডিং শেষ হয়েছে ২৩ অক্টোবর। গানের কথাগুলো যেমন সুন্দর, ঠিক তেমনই সুরটাও যুতসই। আমার মনে ধরেছে। তাছাড়া কিশোর সব সময় ব্যতিক্রমধর্মী সুর বাঁধে। আশা করছি আমার অন্যান্য গানের মতোই 'সেই যে চলে গেলে' গানটিও দর্শক-শ্রোতার ভালো লাগবে। পাওয়া খুব কঠিন... 'কাটবে যেদিন জীবন থেকে কালো আঁধার' একদমই আলাদা ধাচের একটি গান। কদিন আগেই এই গানটির কাজ শেষ করেছি। অভি আকাশের সুরে এটি লিখেছেন জামাল হোসেন। সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। 'কাটবে যেদিন জীবন থেকে কালো আঁধার' গানটি নিয়ে শুধু এটুকুই বলতে চাই, এত মিষ্টি সুর এখনকার গানে পাওয়া খুব কঠিন। অভি আকাশ দুর্দান্ত সুর গেঁথেছে। এক কথায় চমৎকার। আমার নতুন দুটি কাজ শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে আসবে। দর্শক-শ্রোতার উপর আমার বিশ্বাস রয়েছে। তারা ভালো কাজ লুফে নেবেই। সরকারি অনুদানের ছবিতে... 'ভালোবাসার প্রীতিলতা' শিরোনামে একটি সরকারি অনুদানের সিনেমা নির্মিত হচ্ছে। এতে একটি রবীন্দ্রসংগীত গাওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা আমার সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেছেন। এখনো চুড়ান্ত হয়নি। সম্প্রতি 'ওয়ার্ল্ড মিউজিক' নামের একটি ইউটিউব চ্যানেলে 'আজও যাদের বাবা আছে' গানটি অবমুক্ত হয়েছে। এটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু ও সুর করেছেন ইজাজ খান স্বপন। নিজের ইউটিউব চ্যানেলে... পরিকল্পনা রয়েছে নিজের একটি ইউটিউব চ্যানেল চালু করার। প্রায় সব কিছুই গুছিয়ে এনেছি। দেখি কি হয়! আমার চ্যানেল মানেই যে সেখানে শুধু গান থাকবে এমনটি নয়। এতে গানের পাশাপাশি রান্নাবান্নাসহ আমার জাগতিক চিন্তা-ভাবনাও প্রকাশ পাবে।