সঞ্চালনায় মিথিলা

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
রাফিয়াথ রশিদ মিথিলা
সম্প্রতি জনসচেতনতামূলক রেডিও অনুষ্ঠান উপস্থাপনা করে বেশ প্রশংসিত হয়েছেন জনপ্রিয় তারকা রাফিয়াথ রশিদ মিথিলা। তবে দীঘির্দন তিনি কোনো টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করেননি। এবার বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের জনপ্রিয় সেলিব্রেটি টক শো ‘আমার আমি’র উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। ‘আমার আমি’ অনুষ্ঠানটি অনেক বছর ধরে টেলিভিশনে প্রচার হয়ে আসছে। অনেকেই এই অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব নিয়েছেন। এবার সেই অনুষ্ঠান উপস্থাপনা করবেন মিথিলা। মিথিলার উপস্থাপনায় ‘আমার আমি’র প্রথম পবের্র অতিথি গায়ক, সংগীতপরিচালক ও চিত্রশিল্পী শায়ান চৌধুরী অণর্ব। ‘আমার আমি’ অনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে মিথিলা বলেন, ‘এই অনুষ্ঠান কিন্তু বহুদিন ধরে টেলিভিশনে প্রচার হচ্ছে। এটার একটা লেগাসি রয়েছে। বেশ কিছুদিন ধরে অনুষ্ঠানের প্রযোজক সাজ্জাদ হুসাইন চাইছিলেন, আমি যেন অনুষ্ঠানটি উপস্থাপনা করি। কিন্তু আমাকে এত কাজে ব্যস্ত থাকতে হয়, সময় বের করাটাই মুশকিল। অবশেষে মাসে দুই দিন এই অনুষ্ঠানের জন্য সময় বের করেছি। সবার খুব প্রিয় ও অনেক পরিচিত একটি অনুষ্ঠান। এর আগে যারা উপস্থাপনা করেছেন সবাই খুব ভালো করেছেন। আমি চেষ্টা করব আমার মতো করে ভিন্ন কিছু করতে। আশা করি, আমার উপস্থাপনার জন্য আরও কিছু মানুষ হয়তো অনুষ্ঠানটি পছন্দ করবে।’ তিনি আরও বলেন, ‘আমার অনুষ্ঠানের প্রথম পবের্র অতিথি হয়ে এসেছেন অণর্ব। তাই আমি খুবই উচ্ছ¡সিত। কারণ এই শিল্পীর দ্বারা আমি অনেকটাই প্রভাবিত। গান, ছবি অঁাকা, গিটার বাজানো এসব শেখা অণের্বর কাছেই। সম্পকের্ আমরা মামাতো-ফুপাতো ভাইবোন।’ মিথিলা আরও বলেন, ‘আমার আসলে গান শেখা, ছবি অঁাকা ও গিটার বাজানো শেখার যাবতীয় উৎসাহ অণর্ব ভাইয়ের কাছ থেকে। তিনি আমাকে খুব প্রভাবিত করতেন। আমরা তো প্রায় একই সঙ্গে বেড়ে উঠেছি। শান্তিনিকেতন থেকে যখন ছুটিতে ঢাকায় আসতেন, তখন আমরা একসঙ্গে গান গাইতাম, ছবি অঁাকতাম। অণর্ব ভাইয়াও এসবে খুব উৎসাহ দিতেন। অণর্ব ভাই, মিলিতা আপু দুজনই আমাকে খুব ভালোবাসত। ওদের সঙ্গেই থাকতাম। অণর্ব ভাইয়ের প্রথম রেকডির্ং করা গানে আমি, মিম ও মিলিতা আপু কণ্ঠ দিয়েছি।’