সা ক্ষা ৎ কা র

নতুন বিজ্ঞাপনে সহশিল্পী আমার দুই সন্তান

ছোটপদার্র নন্দিত অভিনেত্রী রিচি সোলায়মান। পাশাপাশি নাচ ও মডেলিংয়ে রেখেছেন প্রতিভার স্বাক্ষর। স্বামীর চাকরির সুবাদে বিগত কয়েক বছর ধরে তিনি নিউইয়কের্ই বেশি থাকেন। বতর্মানে দেশে আছেন এই তারকা। নতুন কাজ ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনিÑ

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
রিচি সোলায়মান
ঢাকা টু নিউইয়কর্ ... মূলত স্বামীর চাকরির সুবাদে আমাকে ঢাকা আর নিউইয়কের্ যাতায়াতের মধ্যে থাকতে হয়। ফলে গেল কয়েক বছর আমাকে টিভি নাটকে খুব বেশি দেখা যায়নি। আমি অভিনয়ে নিয়মিত নই এটি সত্যি। তবে অভিনয় থেকে দূরেও নেই। যখনই সময় ও সুযোগ পাই অভিনয় করার চেষ্টা করি। তবে চলতি বছরের জুনে দেশে ফিরে বেশ কিছু নাটকে অভিনয় করেছি। ঈদের নাটকে সাড়া ... খুব ভালো গল্প না হলে এখন আর কাজ করি না। কারণ অভিনয়ের জন্য এখন আমি খুব অল্প সময় পাই। তাই এই মূল্যবান সময়টুকু যেনতেন কাজ করে নষ্ট করার কোনো মানে হয় না। গেল ঈদে আমার কাছে অনেক নাটকের প্রস্তাব এসেছে। এরমধ্য থেকে সবচেয়ে ভালো গল্পের চারটি নাটকে কাজ করেছিলাম। নাটকগুলো হলোÑ ‘স্বপ্নগুলো তোমায় খেঁাজে’, ‘চঁাদের আলোয়’, ‘ঠিকানা’ ও ‘গৃহভৃত্য’। যেহেতু বেছে কম কাজ করেছি তাই প্রতিটি নাটকের দশর্ক সাড়া দারুণ ছিল। বিশেষ করে মাহফুজ আহমেদের সঙ্গে ‘চঁাদের আলো’ নাটকটি দশের্কর খুব পছন্দ হয়েছে। দুই ধারাবাহিকে ... বতর্মানে আমার অভিনীত দুটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। একক নাটকে অভিনয়ের পাশাপাশি এখন ব্যস্ত আছি ধারাবাহিক দুটি নিয়ে। এরমধ্যে রহমতুল্লাহ তুহিনের ‘নিউইয়কর্ থেকে বলছি’ ধারাবাহিকটি দীপ্ত টিভি ও রুলীন রহমানের ‘রোড নং ৭, বাড়ি নং ১৩’ ধারাবাহিকটি বাংলাভিশনে প্রচার হচ্ছে। ধারাবাহিক দুটির গল্প অনেক চমৎকার। বিশেষ করে ‘নিউইয়কর্ থেকে বলছি’ নাটকটি অন্যরকম। দশর্কদের কাছেও ধারাবাহিকটি বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। সন্তানের সঙ্গে বিজ্ঞাপনে ... দুই বছর পর নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছি সম্প্রতি। খাদ্যপণ্যের এই বিজ্ঞাপনটি নিমার্ণ করেছেন হাসান মাহমুদ ফুয়াদ। তবে মজার ব্যাপার হলো, আমার দুই সন্তান রায়ান ও ইলমা এই বিজ্ঞাপনে আমার সহশিল্পী। গল্পের প্রয়োজনেই তাদেরকে মডেল হিসেবে দেখা যাবে। এর আগে রায়ান এবং ইলমা নাটকে অভিনয় করেছে। কিন্তু এবারই প্রথম বিজ্ঞাপনে অভিনয় করছে তারা। যেহেতু আমি দেশের বাইরে থাকি, সেহেতু আমার আম্মা সবসময় রায়ান ও ইলমাকে পাশে পান না। তাই আম্মা যেন ওদেরকে টিভি পদার্য় নিয়মিত দেখতে পারেন, সেই ভাবনা থেকেও কাজটি করা। আশা করছি বিজ্ঞাপনটি দশর্কদের ভালো লাগবে। এটি অচিরেই দেশের প্রায় সব টিভি চ্যানেলে প্রচার হবে।