শুভ জন্মদিন রিয়াজ

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
ঢাকাই ছবির অন্যতম রোমান্টিক নায়ক রিয়াজ আহমেদ। শুধু রোমান্টিক নায়কই নন, পাশাপাশি 'বাংলার নায়ক' নামের খ্যাতিও রয়েছে তার। আজ তার জন্মদিন। জন্মদিন নিয়ে বিশেষ কোনো আয়োজন রাখেননি তিনি। ঘরোয়াভাবেই পালন করবেন দিনটি। ১৯৭২ সালের ২৬ অক্টোবর ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহলস্নায় রিয়াজের জন্ম। তার ছেলেবেলা কেটেছে ফরিদপুর শহরের সিএনবি স্টাফ কোয়ার্টার্সের চৌহদ্দিতে। বাবা জাইনুদ্দিন আহমেদ সিদ্দিক ছিলেন সরকারি কর্মকর্তা, মা আরজুমান্দ আরা বেগম গৃহিণী। সাত ভাই-বোনের মধ্যে রিয়াজ সবার ছোট। ক্যারিয়ারের শুরুতে রিয়াজ নাম দিয়েই তার পথচলা শুরু। এরপর অসংখ্য হিট সিনেমা উপহার দিয়ে নিজেকে প্রকাশ করেছেন মানসম্পন্ন একজন নায়ক হিসেবে। সেই সুনাম আজও পিছু ছাড়েনি রিয়াজের। ১৯৯৫ সালে মুক্তি পায় রিয়াজ অভিনীত প্রথম চলচ্চিত্র 'বাংলার নায়ক'। পরের বছর খ্যাতনামা চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাসের 'অজান্তে' ও মোহাম্মদ হোসেনের 'প্রিয়জন' সিনেমায় অভিনয় করেন। এরপর অসংখ্য ব্যবসা-সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন রিয়াজ। শাবনূর ও পূর্ণিমার সঙ্গে জুটি বেঁধে সাফল্য পেয়েছেন তিনি। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে ৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই নায়ক। রিয়াজ-শাবনূর জুটির সর্বশেষ চলচ্চিত্র 'শিরি-ফরহাদ' মুক্তি পায় ২০১৩ সালের ২২ মার্চ।