ছোটপর্দার অনুষ্ঠানমালা

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
এটিএন বাংলায় আজ রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক 'জলে ভেজা রঙ'। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ওয়ালিদ হাসান। অভিনয় করেছেন নিলয়, হিমি, শশী, শাহেদ, এ্যানি খান, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, রুনা খান, দিলারা জামান প্রমুখ। বৈশাখী টিভিতে শারদীয় দুর্গা পুজা উপলক্ষে রবিউল হাসান সুজনের প্রযোজনায় রাত ৮টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান 'গোল্ডেন সং'। তাসনুভা মোহনার উপস্থাপনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী বাদশা বুলবুল। দুর্গাপূর্জা উপলক্ষে আজ বিকাল ৫টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হবে বিশেষ নাচের অনুষ্ঠান 'ছন্দে জাগে প্রাণ'। কবিরুল ইসলাম রতনের পরিচালনায় এতে নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী সোহেল রহমান, আনিকা রহমান শখ, মন্দিরা চক্রবর্তী, মীম চৌধুরী, শাওন শান, মোহনা মীম, তুষার, লাবণ্যসহ নৃত্যালোক কালচারাল সেন্টারের শিল্পীবৃন্দ। এনটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক 'ভৈরবী'। শাওন কৈরীর রচনা ও গৌতম কৈরী পরিচালনায় এতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক ও জাপানি তরুণী মায় ওয়াতানাবে। আজ স্টার জলসায় সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'তিতলি'। সুশান্ত দাসের প্রযোজনা ও ভাবনায় এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগতা মধুপ্রিয়া চৌধুরী। আরও অভিনয় করেছেন আরিয়ন ভৌমিক প্রমুখ