জনসচেতনতায় তানভীন সুইটি

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
তানভীন সুইটি
দীর্ঘদিন ধরে টেলিভিশন মিডিয়ায় কাজ করছেন মডেল ও নাট্যাভিনেত্রী তানভীন সুইটি। ক্যারিয়ারের শুরুতে তিনি একজন মডেল হিসেবেই বেশি আলোচিত ছিলেন। পরে অভিনয়েও তিনি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেন। দীর্ঘদিনের এই পথচলায় বিজ্ঞাপন কিংবা নাটকে পারফর্ম করার ক্ষেত্রে তানভীন সুইটিকে কখনোই কোনো মানহীন কাজে দেখা যায়নি। সুইটির কথা, করলে ভালো কাজই করতে হবে, নইলে নয়। এরই মধ্যে সুইটিকে নতুন দুইটি বিজ্ঞাপনে দেখা গেছে। একটি মুন্নু সিরামিকের আরেকটি ম্যাগি মসলার। দুইটি বিজ্ঞাপনের জন্যই বেশ প্রশংসিত হয়েছেন, পেয়েছেন অভূতপূর্ব সাড়া। নিজের ব্যক্তিত্ব বজায় রেখেই সুইটি বিজ্ঞাপনগুলোতে নিজের সঙ্গে বোঝাপড়া করেই কাজ করেছেন। এক অদ্ভুত ব্যক্তিত্ব ফুটে উঠেছে তার সদ্য প্রচার চলতি নতুন বিজ্ঞাপন বিকাশের জনসচেতনতামূলক বিজ্ঞাপনে। চলতি সপ্তাহেই বিজ্ঞাপনটি প্রচারে এসেছে। এটি নির্মাণ করেছেন পিপলু। বিজ্ঞাপনটি প্রচারের শুরু থেকেই এতে মডেল হিসেবে কাজ করার জন্য দারুণ প্রশংসিত হচ্ছেন সুইটি। মূলত এই বিজ্ঞাপনে কাজ করার দুইটি কারণ। যার একটি হচ্ছে বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে দেশের কোটি কোটি মানুষকে সচেতন করার জন্য, দুই হচ্ছে বিজ্ঞাপনটির গল্প এবং নির্মাতার প্রতি আস্থা। যে কারণেই বিজ্ঞাপনে অন্যরকম এক ব্যক্তিত্ব ফুটে উঠেছে সুইটির মধ্যে। সুইটি বলেন, 'হঠাৎ করেই কেন যেন এই মুহূর্তে অনেক বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পাচ্ছি। কিন্তু আমি শুরু থেকেই মানসম্পন্ন কাজ করার পক্ষপাতী ছিলাম। মানের সঙ্গে কখনোই আপস করিনি। হোক তা নাটকে কিংবা বিজ্ঞাপনে। বিকাশের বিজ্ঞাপনটি প্রচারের পর থেকে যেন কাজ করার প্রস্তাব আরও বেড়ে যাচ্ছে। কিন্তু আমি বুঝেশুনে কাজ করতে চাচ্ছি। ধন্যবাদ বিজ্ঞাপনটির নির্মাতাসহ পুরো ইউনিটকে। ধন্যবাদ আমার ভক্ত-দর্শককে যারা সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়ে থাকেন। ধন্যবাদ আমার স্বামী রিপনকেও আমার কাজগুলোকে সমর্থন দেওয়ার জন্য, আমাকে সবসময় অনুপ্রেরণা দেওয়ার জন্য। সত্যি বলতে কী, একজন শিল্পীর ভালো কাজ করার সর্বোচ্চ শক্তি হচ্ছে সবার অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা নিয়েই আজীবন কাজ করে যাচ্ছি, আগামীতেই তাই করব ইনশালস্নাহ।'