মুগ্ধতা ছড়াচ্ছেন নিশীতা

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ০০:০০

তারার মেলা রিপোর্ট
নিশীতা
ক্লোজআপ তারকা নিশীতার মিষ্টি সুরেলা কণ্ঠ দিয়েই তার সমসাময়িক গায়িকাদের চেয়ে নিজেকে আলাদা করেছেন। এই প্রজন্মের এমন অসংখ্য গায়িকা আছেন যাদের কণ্ঠে গান শুনে সহজে অনুমান করা যায় না গানটি কোন সংগীতশিল্পীর। কিন্তু নিশীতার গান শোনা মাত্রই খুব সহজেই অনুমান করা যায় এটি নিশীতার কণ্ঠ। তার কণ্ঠের একটা আলাদা মায়া ভালোবাসা আছে। যে কারণে তার কণ্ঠে প্রকাশিত প্রত্যেকটি মৌলিক গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এর আগেও জাহাঙ্গীর রানার কথা ও সুরে 'হিয়া' গানটি গেয়ে বেশ সাড়া ফেলেছেন নিশীতা বড়ুয়া। গানটি ২০১৭ সালের ২৬ জুন জাহাঙ্গীর রানার ইউটিউব চ্যানেলে 'পরানের গান' এ প্রকাশিত হয়েছিল। তবে ২৩ অক্টোবর 'পরানের গান' চ্যানেলে নিশীতা বড়ুয়ার কণ্ঠে একই গীতিকারের লেখা ও সুরে একটি বিচ্ছেদের গান প্রকাশিত হয়েছে। গানটির শিরোনাম 'এমন একদিন আসবে'। গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জাহাঙ্গীর রানা। গানটি প্রকাশের পর থেকে গানটির কথা, সুর এবং গানটিতে ভীষণ আবেগ, মায়া দিয়ে গাওয়া নিশীতার গায়কীর বেশ প্রশংসা করছেন। এছাড়াও নিশীতার আরো নতুন কিছু গান রয়েছে যার মধ্যে কিছু প্রকাশিত কিছু অপ্রকাশিত। নিশীতা বলেন, 'করোনা আসার পর শুধু গান তৈরি করেছি। এই সময়টাতে আমরা সাধারণত স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে থাকি। এবার ব্যাপারটা ভিন্ন। আমার সময় কাটাবার একমাত্র মাধ্যম হলো গান। যতদিন বাঁচবো, ভালো গান উপহার দিয়ে যাব।'