ফের 'ত্রিংশ শতাব্দী'

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
সাম্প্রতিক সময়ের ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে 'ত্রিংশ শতাব্দী'র বিশেষ আয়োজন করেছে স্বপ্নদল। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে দেশ-বিদেশে প্রশংসিত 'ত্রিংশ শতাব্দী'র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদই হচ্ছে 'ত্রিংশ শতাব্দী'র মূল কাহিনি। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতিই এ নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।