অনুদানের চলচ্চিত্রে মোশাররফ করিম

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত 'মুখোশ' চলচ্চিত্রে অভিনয় করছেন অভিনেতা মোশাররফ করিম। পরিচালনার পাশাপাশি ছবিটি প্রযোজনা করছেন তরুণ পরিচালক ইফতেখার শুভ। মোশাররফ করিম মঙ্গলবার এ ছবিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন বলে ছবির পরিচালক জানান। তিনি আরও জানান, ছবিতে মোশাররফ করিমের চরিত্রের নাম ইব্রাহিম খালেদি। সিনেমার মূল রহস্য তাকে ঘিরে, যে রহস্য উন্মোচনের জন্য গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করছে বাকি চরিত্ররা। মোশাররফ করিম ছাড়াও এতে পরীমনি ও রোশান, ইরেশ জাকের, ফারুক আহম্মেদ আরও অনেকে অভিনয় করবেন। পরিচালক সূত্রে জানা গেছে, ডিসেম্বর অথবা জানুয়ারিতে ঢাকার সাভার ও সিলেটের বিভিন্ন লোকেশনে ছবির দৃশ্যধারণ শুরু হবে। আপাতত প্রি-প্রোডাকশনের কাজ চলছে। 'মুখোশ' চলচ্চিত্রটি 'লেখক' নামে অনুদান পেলেও পরবর্তীতে নাম বদলে ফেলা হয়েছে।