ওজন কমিয়ে ক্যামেরার সামনে অপু বিশ্বাস

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
অপু বিশ্বাস

বেশির ভাগ নায়ক-নায়িকারাই নিজের শারীরিক সৌন্দর্যের পাশাপাশি ওজন নিয়ে সচেতন থাকেন। প্রাণপণ চেষ্টা করেন নিজের স্বাভাবিক অবস্থা ধরে রাখতে। ব্যতিক্রম নন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। মাঝখানে খানিকটা মুটিয়ে গেলেও সম্প্রতি আগের অবস্থানে ফিরে এসেছেন এ নায়িকা। একসঙ্গে ১৯ কেজি ওজন কমিয়ে নতুন করে সিনেমায় নামলেন তিনি। ছবির লাইট-ক্যামেরাও ইতিমধ্যে চালু হয়েছে। শুক্রবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা চা-বাগানে শুরু হয়েছে ছবিটির শুটিং। প্রথম লটের এ শুটিং চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ছবির শুটিংয়ে অংশ নিতে বৃহস্পতিবার রাঙ্গুনিয়ায় পৌঁছান অপু বিশ্বাস। শুক্রবার থেকে শুটিংয়ে অংশ নেন তিনি। ছবির নাম 'ছায়াবৃক্ষ'। মাস দুয়েক আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন অপু। তানভীর আহমেদের চিত্রনাট্যে এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এখানে প্রথমবারের মতো অপুর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব হোসেন। এ ছবিটি ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পেয়েছে। 'ছায়াবৃক্ষ'তে অপু বিশ্বাসকে দেখা যাবে একজন চা শ্রমিকের চরিত্রে। দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম এ ধরনের চরিত্রে অভিনয় করছেন এ তারকা। ছবিটি নিয়ে অপু বিশ্বাস বলেন, 'এই প্রথম চা শ্রমিকের চরিত্রে অভিনয় করছি। চুক্তিবদ্ধ হওয়ার সময় চরিত্রটির জন্য পরিচালকের পরামর্শে ওজন কমাবো বলে ঠিক করেছিলাম। কিন্তু করোনার কারণে কোনো শুটিং না থাকায় চাপ বোধ করিনি। সময়ও মেলাতে পারছিলাম না। পরে শুটিংয়ের তারিখ চূড়ান্ত হওয়ায় বাধ্য হয়েই ওজন কমানোর যুদ্ধ শুরু করি।' সরকারি অনুদানের 'ছায়াবৃক্ষ'তে অপু-নিরব ছাড়াও অভিনয় করছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম প্রমুখ। এ ছবির মাধ্যমে প্রায় এক বছর পর শুটিংয়ে অংশ নিলেন অপু বিশ্বাস। গত বছরের শেষ দিকে তিনি শেষবার 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু'-এর শুটিং করেছিলেন। দেবাশীষ বিশ্বাস পরিচালিত মুক্তি প্রতীক্ষিত সে ছবিতে প্রথমবার তিনি জুটি বেঁধেছেন বাপ্পী চৌধুরীর সঙ্গে।