ফের চলচ্চিত্রে আঁচল

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
মঈন খান ও আঁচল আঁখি
মাঝখানে ছবির সংখ্যা কমে গেলেও নতুন করে আবার ব্যস্ততা বাড়ছে চিত্রনায়িকা আঁচল আঁখির। সেই ধারাবাহিকতায় ফের নতুন একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন তিনি। 'যমজ ভূতের গল্প' শিরোনামের সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আঁচল। এতে আঁচলের সঙ্গে জুটি বাঁধবেন নবাগত মঈন খান। 'যমজ ভূতের গল্প' সিনেমাটি পরিচালনা করছেন মিজানুর রহমান লাবু। নিজের গল্প এবং চিত্রনাট্যে তিনি নির্মাণ করতে যাচ্ছেন এ সিনেমা। প্রযোজনা করছে রুশদা ফিল্মস। আগামী ২৩ নভেম্বর গানের মাধ্যমে শুটিং শুরু হতে যাচ্ছে সিনেমাটির। সিনেমাটি নিয়ে আঁচল বলেন, 'ভূতের গল্পে এর আগে কাজ করা হয়নি। গল্পটা দারুণ তাই প্রস্তাব পেতেই লুফে নিই। গল্পে নতুনত্ব আছে। দারুণ একটা টিম আছে এই সিনেমার পেছনে। এ ছবি দিয়ে প্রথমবার লাবু ভাইয়ের পরিচালনায় কাজ করতে যাচ্ছি। আমি অভিভূত। আশা করছি, খুব ভালো একটি কাজ হবে। দর্শকের ভালো লাগবে। আপনাদের সবার দোয়ায় বিরতি ভেঙে ফিরে এরই মধ্যে কয়েকটি নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেছি। এখন থেকে নিয়মিত চলচ্চিত্রে পাওয়া যাবে। আর বিরতি নয়।' মঈন খান বলেন, 'চলচ্চিত্রের ক্রান্তিলগ্ন এর মধ্যেও ভালো কিছু কাজ করার চেষ্টা করতে হবে। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব ভালো একটি কাজ উপহার দিতে। নায়ক-নায়িকানির্ভর নয় এখন গল্পনির্ভর সিনেমা উপহার দিতে হবে। শিক্ষিত ছেলেমেয়েদের মিডিয়ায় আসা প্রয়োজন তাহলেই মিডিয়ার পরিবর্তন হবে।' পরিচালক মিজানুর রহমান লাবু বলেন, 'আগের ছবি থেকে ব্যতিক্রম একটি ছবি হতে যাচ্ছে 'যমজ ভূতের গল্প'। আমার ছবির গল্পের ধরন ভিন্ন। আঁচল মিষ্টি মেয়ে এ সময়ে ভালোই কাজ করছে। তার কাজের আগ্রহ চিন্তা-ভাবনা সবকিছু ভালো লেগেছে। এক গল্পে অনেকগুলো চরিত্র করবে। ছবিটিতে চমক আছে। এটি নায়ক-নায়িকানির্ভর ছবি নয়।' এদিকে বিরতি ভেঙে ফিরেই আঁচল এরই মধ্যে শেষ করেছেন ইয়াসির আরাফাত জুয়েল পরিচালিত 'চিত্রকার' ও গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত 'আয়না' সিনেমার শুটিং। আগামী ২৮ নভেম্বর অংশ নেবেন ফরিদুল হাসান পরিচালিত 'কর্পোরেট' ওয়েব চলচ্চিত্রের শুটিংয়ে। মুক্তির অপেক্ষায় মিজানুর রহমান মিজান পরিচালিত আঁচল অভিনীত 'রাগী' সিনেমাটি।