স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ছুটির দিনে'

প্রকাশ | ১০ নভেম্বর ২০২০, ০০:০০

বিনোদন প্রতিবেদক
বিজয়ের মাসকে সামনে রেখে বিরাট পেইন্টসের স্পন্সর সহযোগিতায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ছুটির দিনে'। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস তুলে ধরা ও গণপিটুনি রোধে এ চলচ্চিত্র নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ও শিশুসাহিত্যিক আপন অপু। এতে অভিনয় করেছেন শিশুশিল্পী দিশা, তাসিন, তাজিম ও মারজান। মুক্তিযোদ্ধা চরিত্রে এবিএম সোহেল রশিদ ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন মির্জা রোজী। বিজয়ের মাসের শুরুতেই চলচ্চিত্রটি টিন ও ইয়ুথ পস্নাটফর্ম 'পরিচয়'-এ প্রকাশ করা হবে বলে জানান পরিচালক। তিনি আরও জানান, সম্প্রতি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, কার্জন হল, জাতীয় শহীদ মিনার, ধানমন্ডি-৩২ বঙ্গবন্ধুর বাড়ির সামনে ও ইনডোরে এর দৃশ্যধারণ করা হয়েছে। ডিওপি ছিলেন রাশেদুল কবির রানা। নির্মাতা আপন অপু বলেন, কৃতজ্ঞতা জানাচ্ছি বিরাট পেইন্টস অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতি। তাদের সহযোগিতার জন্যই এ শর্টফিল্মটি নির্মাণ আমার জন্য সহজ হয়েছে।