বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রুনা লায়লাকে শ্রদ্ধা জানিয়ে গাইলেন ঐশী

বিনোদন রিপোর্ট
  ১৭ নভেম্বর ২০২০, ০০:০০

এই প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। ছোটবেলা থেকেই তার গানের অনুপ্রেরণা উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। ছোটবেলা থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন শো'তে রুনা লায়লার গান নিজের কণ্ঠে তুলে নিয়ে পরিবেশন করেছেন ঐশী। তবে এবারই প্রথম রুনা লায়লার কোনো গান নতুন করে গেয়েছেন ঐশী। মূলত রুনা লায়লাকে জন্মদিনে শ্রদ্ধা জানাতেই ঐশী গানটি গেয়েছেন। ২০০১-২০০২ সালে একটি স্যাটেলাইট চ্যানেলে তারিক মিন্টুর পরিচালনায় 'ফেরারী সাইরেন' ধারাবাহিক নাটকে শ্যামল ভাদুড়ির লেখা ও ফরিদ আহমেদের সুর সংগীতে রুনা লায়লা গেয়েছিলেন 'অন্তবিহীন এই পথচলা' গানটি। গানটির পুনঃসংগীতায়োজন করেছেন ঐশী নিজেই। সোমবার গানটির ভিডিওর কাজ শেষ করে সন্ধ্যায় ঐশী তার নিজস্ব ইউটিউব চ্যানেল ও তার ফেসবুক পেজে গানটি প্রকাশ করেন। রুনা লায়লার প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন একটি গান নতুন করে সংগীতায়োজন করে গাওয়া প্রসঙ্গে ঐশী বলেন, 'ছোটবেলা থেকেই যাকে অনুসরণ করে আমার বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা তিনি শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম। তাকে অনুকরণ করা তো কোনোভাবেই সম্ভব নয়। তাই তাকে অনুসরণ করেই নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি। কখনো কোনোদিন আয়োজন করে তার গান গাওয়া হয়ে উঠেনি। যেহেতু ১৭ নভেম্বর তার জন্মদিন, সেই উপলক্ষকে মাথায় রেখে নিজেই সংগীতায়োজন করে গানটি গাইবার চেষ্টার মধ্য দিয়ে তাকে জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি জানানোর চেষ্টা করেছি মাত্র।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে