বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুইটারে সমালোচনার কড়া জবাব মিথিলার

বিনোদন রিপোর্ট
  ১৯ নভেম্বর ২০২০, ০০:০০
রাফিয়াত রাশিদ মিথিলা

কালী পুজোর উদ্বোধন করেছিলেন- যার জন্য ফেসবুকে দা উঁচিয়ে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। চাপের মুখে নতিস্বীকার করতে বাধ্য হয়েছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। যদিও সেই হুমকিদাতাকে গ্রেপ্তার করের্ যাব। তবে আরেক বাংলাদেশি চাপের মুখে নতিস্বীকার করতে নারাজ। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সোচ্চার হলেন কলকাতার সময়ের আলোচিত চিত্র পরিচালক সৃজিতপত্নী রাফিয়াত রাশিদ মিথিলা। নিজের বক্তব্য প্রকাশ করতে মেয়ের প্রথম ভাইফোঁটা দেওয়ার ছবি টুইটারে শেয়ার করেছেন মিথিলা। তারপরই নেটিজেনদের উদ্দেশ্য করে লিখেছেন, "সমস্ত প্রকারের ধর্মীয় গোঁড়ামিকে না বলুন। আর উৎসবের আনন্দকে উদযাপন করুন, উপভোগ করুন। আর আমি ইচ্ছাকৃতভাবেই জোর গলায় এ কথা বলছি। নিজেদের দ্বিচারিতা আর 'আপনি কি হিন্দু হয়ে গেছেন?' ধরনের বোকাবোকা মন্তব্যগুলো নিজেদের কাছেই রাখুন।"

২০১৯ সালের ডিসেম্বরে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে মিথিলার বিয়ে হয়। মুসলিম হয়ে হিন্দু ধর্মে বিয়ে করার জন্য এর আগেও একাধিকবার নেটজনতার কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে ও পরিচালককে। কিন্তু তার পরোয়া কোনোদিনই করেননি তারকা দম্পতি। যাবতীয় কটাক্ষ, বিদ্রম্নপকে উপেক্ষা করেই নিজেদের ভিন্ন আচার, রীতি-নীতি আপন করে নিয়েছেন ভালোবাসার জোরে। দুজনের এই স্পিরিটকে আগেও কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। এবারও মিথিলার এই পোস্টও নেটদুনিয়ায় প্রশংসা পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে