বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মঞ্চে ফিরলেন চুমকি

বিনোদন রিপোর্ট
  ১৯ নভেম্বর ২০২০, ০০:০০
ফারজানা চুমকি

দীর্ঘ আট মাসেরও বেশি সময় টিভি নাটকে অভিনয়ে নেই দর্শকপ্রিয় নাট্যাভিনেত্রী ফারজানা চুমকি। এরইমধ্যে তিনি মঞ্চে অভিনয়ে ফিরেছেন। 'ঢাকা থিয়েটার'র নতুন নাটক 'একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার' নাটকটি সম্প্রতি শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে। নাটকটি রচনা করেছেন, আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। এতে চুমকি অভিনয় করেছেন মনমিতা চরিত্রে। টিভি নাটকে অভিনয়ে না ফিরলেও মঞ্চে ফেরা প্রসঙ্গে ফারজানা চুমকি বলেন, 'আমি চেয়েছি করোনা পরিস্থিতি স্বাভাবিক হওবার পর আগামী বছরের শুরু থেকে টিভি নাটকে অভিনয় করব। কিন্তু এরমধ্যে নিজের দলের নতুন নাটকে এই পরিস্থিতির মধ্যেই অভিনয় করতে হলো। মনমিতা চরিত্রটি আমার ভীষণ ভালোলাগার একটি চরিত্র। নাটকটির গল্প এই সময়ের হলেও নাট্যকার নাটকটি অনেক আগে লিখেছেন। তিনি কীভাবে অনেক আগে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে লিখেছেন তা সত্যিই আমার কাছে ভাবনার বিষয়। যাই হোক নতুন এ নাটকটিতে অভিনয় করে দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছি।'

চুমকি জানান, আগামীকাল ২০ ও ২১ নভেম্বর আবারও রাজধানীর শিল্পীকলা একাডেমিতে নাটকটির মঞ্চায়ন হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে