শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিক্ত অভিজ্ঞতা জানালেন সানা

বিনোদন ডেস্ক
  ১৯ নভেম্বর ২০২০, ০০:০০
ফাতিমা সানা শেখ

'বলিউড নতুনদের ঠিকভবে গ্রহণ করতে পারে না। ফলে আমার প্রথম ছবি ব্যবসায় সফল হওয়ার পরেও লোকে আমাকে ঠিকমতো ছবির জন্য ডাকে না।' সম্প্রতি এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেন 'দঙ্গল' সিনেমার অভিনেত্রী ফাতিমা সানা শেখ।

দঙ্গল অভিনেত্রীর শুরুটা জমপেশ হলেও মাঝে হোঁচট খেতে হয় তাকে। 'থাগস অব হিন্দুস্তান' সিনেমা ফ্লপের পরই বেকার হয়ে পড়েন এই অভিনেত্রী। সিনেমাটিতে ফাতিমা ছাড়াও ছিলেন আমির খান, অমিতাভ বচ্চনের মতো তারকা অভিনেতা। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি। মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে 'থাগস অব হিন্দুস্তান'। সেই থেকে আর তেমন কোনো আলোচনায় নেই এই ভাইরাল কন্যা।

এক সাক্ষাৎকারে ফাতিমা সানা শেখ বলেন, 'থাগস অব হিন্দুস্তান সিনেমা মুক্তির এক অথবা দুই মাস পরের ঘটনা, আমার হাতে যে সিনেমাগুলো ছিল কিছু বন্ধ হয়ে যায়, আর অন্যগুলো থেকে আমাকে বাদ দেওয়া হয়। সত্যি বলতে বেকার হয়ে পড়েছিলাম। নতুন সিনেমাতেও আমাকে প্রস্তাব দেওয়ার কোনো সম্ভাবনা দেখছিলাম না। সত্যি কথা বলতে, 'বলিউডে টিকে থাকা বেশ কঠিন।'

এদিকে 'থাগস অব হিন্দুস্তান' সিনেমার ব্যর্থতার বিষয়টি সামলানো প্রসঙ্গে তিনি বলেন, 'যখন কোনো কিছুর জন্য নিজের সর্বোচ্চটুকু দেবেন এবং এরপর কোনো ফল না পাবেন, তখন অবশ্যই হতাশা কাজ করবে। তাই বলব, হতাশাটা ছিল। কিন্তু ইন্ডাস্ট্রিতে সুযোগ পেতে অনেক সংগ্রাম করতে হয়েছে। একটা বা এক হাজারটা সিনেমার ব্যর্থতা আমাকে অভিনয় থেকে দূরে সরাতে পারবে না। তাই চেষ্টা চালিয়ে যাব এবং ভবিষ্যতের জন্য ভালো কিছুর আশা করব।' প্রসঙ্গত, দুই বছর পর মুক্তি পেয়েছে ফাতিমা সানা শেখের সিনেমা 'লুডো' এবং 'সুরজা পে মঙ্গল ভারি'। এই অভিনেত্রী বলেন, 'এক বছর গণনা হবে না কারণ মহামারি ছিল।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে