স্বল্পদৈঘর্্য চলচ্চিত্রে বন্যা মিজার্

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
বন্যা মিজার্
সরকারি অনুদানের ‘ওমর ফারুকের মা’ শিরোনামের একটি স্বল্পদৈঘর্্য চলচ্চিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী বন্যা মিজার্। এটি নিমার্ণ করবেন এম এম জাহিদুর রহমান বিপ্লব। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এটির শুটিং শুরু হবে বলে জানান বন্যা। তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্প নিয়ে ছবিটি নিমির্ত হবে। এটিতে ওমর ফারুকের মায়ের চরিত্রে থাকবেন দিলারা জামান। আমিও গুরুত্বপূণর্ একটি চরিত্রে থাকব। আশা করছি, ভালো কিছু পাবে দশর্ক এই চলচ্চিত্রে।’ এদিকে বন্যা মিজার্ ছোট পদার্য় এখন আগের মতো নিয়মিত নেই। বিভিন্ন উৎসবকেন্দ্রিক নাটক-টেলিছবিতে অভিনয়ের পাশাপাশি মঞ্চেও কাজ করছেন। এ ছাড়া একান্ত ভালো লাগার মতো কোনো গল্প-চরিত্র পেলে সেটিতে অভিনয় করছেন তিনি। গেল ঈদে মোহন খানের সাত পবের্র একটি ধারাবাহিকে তাকে দেখা গেছে। গেল ৮ আগস্ট ‘রঙিন কাচের জানালা’ শিরোনামের একটি টেলিছবির শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। এটি নিমার্ণ করেছেন মাঈনুল হাসান হিরা। এটিতে বন্যার বিপরীতে দেখা যাবে অভিনেতা শ্যামল মাওলাকে। টেলিছবিতে বন্যা অভিনয় করেছেন একজন সংগীতশিল্পীর চরিত্রে। এই সময়ে ছোট পদার্য় অভিনয় প্রসঙ্গে বন্যা বলেন, উৎসবকেন্দ্রিক নাটক টেলিছবিতে অভিনয় করতে ভালো লাগে। এ ছাড়া আমি এখন একটি প্রতিষ্ঠানে জব করছি। অভিনয়ের জন্য প্রচুর সময় প্রয়োজন। সেই সময় এখন আমার নেই।