বছর শেষে পেস্ন-ব্যাকে মমতাজ

প্রকাশ | ২০ নভেম্বর ২০২০, ০০:০০

জাহাঙ্গীর বিপস্নব
মমতাজ বেগম
২০২০ সালে নতুন কোনো সিনেমায় গান গাননি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। চলতি বছরের শেষপ্রান্তে এসে তিনি তার নিজের মনের মতো একটি গানে কণ্ঠ দিয়েছেন এ ফোক সম্রাজ্ঞী। অভিনেতা, পরিচালক মীর সাব্বিরের প্রথম সিনেমা (সরকারি অনুদানে নির্মিত) 'রাত জাগা ফুল'-এর টাইটেল সং গানটি গেয়েছেন মমতাজ বেগম। বুধবার রাতে রাজধানীর নিকেতনে স্টুডিও 'এম রেকর্ডস'-এ গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়। গানটি লিখেছেন মীর সাব্বির এবং সুর সংগীত করেছেন গীটারিস্ট-সংগীত পরিচালক ইমন চৌধুরী। গানটি প্রসঙ্গে মমতাজ বলেন, 'এক কথায় বলব অনেকদিন পর একটি অসাধারণ গান গাইতে পারলাম। মীর সাব্বির এত সুন্দর কথায় গান লিখতে পারেন, এটা আমার জানা ছিল না। আমার ধারণাটাই বদলে গেল। এর আগে তার অভিনয়ে আমরা মুগ্ধ হয়েছি। আমার বিশ্বাস এবার তার অভিনয়ের পাশাপাশি শ্রোতা-দর্শক তার গানেও মুগ্ধ হবেন। ইমনের কাজের প্রতি আমার প্রবল আস্থা রয়েছে। যে কারণেই গানটি যথেষ্ট মনোযোগ দিয়ে গেয়েছি। আশা করছি সিনেমাটিও খুব ভালো হবে।' মমতাজের গান নিয়ে মীর সাব্বির বলেন, 'আমার পরম সৌভাগ্য যে, আমার নির্মিত প্রথম সিনেমা তাও আবার সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা তাতে মমতাজ আপার মতো এমন গুণী একজন সংগীতশিল্পী গান গেয়েছেন। আমার সিনেমার পথচলায় আমি যে মমতাজ আপাকে আমার এই যাত্রায় পেয়েছি এটা আসলে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভাষায় প্রকাশ করা যাবে না। তিনি আরও বলেন, ২০২০ সাল অনেক কষ্টের, দুঃখের একটি বছর। এই দুঃখের মাঝেও মমতাজ আপা আমার সিনেমাতে গান গেয়েছেন এটাই আমার অনেক আনন্দের, ভালো লাগার। আমি গানটি ঘোরের মধ্যে লিখেছি। ইমন চৌধুরীর প্রতি কৃতজ্ঞ চমৎকার সুর সংগীতের আয়োজন করার জন্য। ২৫ ডিসেম্বর 'রাত জাগা ফুল' সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে।' 'রাত জাগা ফুল' সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, গীতরচনা ও পরিচালনা করেছেন মীর সাব্বির। এতে গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এদিকে মমতাজ বেগম আগামী ২১ নভেম্বর মানিকগঞ্জে নিজ এলাকায় যাবেন। করোনার কারণে এখনো বড় কোনো শো'তে পারফর্ম করে উঠতে পারেননি তিনি। মমতাজ জানান, টুকটাক স্টেজ শো করে যাচ্ছেন তিনি। এদিকে মমতাজের গ্রামের বাড়িতে শিগগিরই তার নিজের হাতে গড়ে তোলা জাদুঘরের যাত্রা শুরু হতে যাচ্ছে। অবশ্য এরই মধ্যে গ্রামের সাধারণ বাউল শিল্পীদের জন্য গ্রামেই প্রতিমাসে 'মধুর মঞ্চ'তে একটি শো করছেন।