সা ক্ষা ৎ কা র

বিশ্ব তারকাদের নিয়ে অনুষ্ঠান করছি

বর্তমানে উপস্থাপনা নিয়ে ব্যস্ত আছেন অভিনেত্রী সোনিয়া হোসাইন। হলিউড-বলিউডের তারকাদের নিয়ে শুরু করতে যাচ্ছেন নতুন একটি শো। অভিনয়-উপস্থাপনা ও সমসাময়িক বিষয়ে কথা হয় তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মাসুদুর রহমান

প্রকাশ | ২০ নভেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সোনিয়া হোসাইন
ইউটিউব চ্যানেল... ২৭ নভেম্বর থেকে আমার 'সোনিয়াক' ইউটিউব চ্যানেল 'বি মাই গেস্ট' শো শুরু হবে। এতে হলিউড ও বলিউডের তারকারা উপস্থিত থাকবেন। এবারই প্রথম বাংলাদেশের কোনো শোতে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন হলিউড-বলিউডের নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীরা। ৪০ মিনিটের শো... আমি চেয়েছি আন্তর্জাতিক মানের একটি শো করতে। আমার নিজস্ব পরিকল্পনা এবং যোগাযোগে হলিউড-বলিউডের সবার সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানটির ১৪টি পর্ব করতে পেরেছি। প্রথম সিজনে ১৪ জন অতিথির মুখে বাংলাদেশের নাটক সিনেমার কথাও আলোচনা প্রসঙ্গে চলে আসবে। নাটকে নেই... দুই বছর ধরে কোনো নাটকে অভিনয় করছি না। সর্বশেষ অভিনয় করেছিলাম মাবরুর রশিদ বান্নার 'অ্যাপল সূত্র' নাটকে। এরপর উপস্থাপনা নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। সময় কম লাগায় উপস্থানা করতে ভালো লাগে। ২০১৪ সালে যমুনা টিভির শোবিজ টু-নাইট অনুষ্ঠান দিয়ে উপস্থাপনা শুরু করেছিলাম। কণ্ঠে গান... প্রথমবারের মতো একটি গানে কণ্ঠ দিয়েছি। ইংলিশ গান। 'ক্রাশ' গানটি নতুন করে গেয়েছি। গানটিতে ভয়েস দেওয়ার সময় সহযোগিতা করেছেন শাফিন আহমেদ। চলচ্চিত্রে... টেলিভিশন নাটকে প্রথম অভিনয় করেছিলাম ২০০৫ সালে গিয়াস উদ্দিন সেলিমের 'প্রেমে পড়ার গল্প' নাটকে। এতে আমার সহশিল্পী ছিলেন ইন্তেখাব দিনার। নিয়মিত নাটকে অভিনয়ের পাশাপাশি আলভী আহমেদের 'ইউটার্ন' নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছিলাম। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। এরপর আরও চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছিলাম কিন্তু ব্যাটে-বলে মেলেনি বলে করা হয়নি।