নজরুল সংগীতে অর্ণব

প্রকাশ | ২০ নভেম্বর ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
সংগীতশিল্পী অর্ণবের পড়াশোনা শান্তি নিকেতনে। এ কারণে শুরু থেকেই তাকে রবীন্দ্রসংগীতে পাওয়া গেছে। এবার তাকে পাওয়া যাচ্ছে নজরুলসংগীতেও। প্রথমবারের মতো এরকম সংগীতায়োজন করেছেন তিনি। গানের নাম 'জাগো নারী জাগো'। আর এটি গেয়েছেন সুস্মিতা আনিস। বিষয়টি নিয়ে অর্ণব বলেন, 'প্রথমবারের মতো নজরুলসংগীতে সংগীতায়োজন করলাম। গানটি বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে।' এ বিষয়ে সুস্মিতা আনিস জানান, একসঙ্গে দুটি গানের রেকর্ড হয়েছিল কলকাতার স্টুডিওতে। প্রায় পাঁচ মাসের বেশি সময় ধরে এগুলো নিয়ে কাজ করছেন অর্ণব ও সুস্মিতা। বেশ সময় নিয়ে গানগুলোর কাজ করা হয়েছে। অর্ণবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও চমৎকার। আশা করা হচ্ছে, গানটি নতুনভাবে আবিষ্কার করবেন শ্রোতারা।' এদিকে, সম্প্রতি বিয়ে করেছেন অর্ণব। স্ত্রী ভারতীয় গায়িকা সুনিধি নায়েক শান্তিনিকেতনেরই ছাত্রী। ২৮ অক্টোবর পশ্চিমবঙ্গের আসানসোলে বিয়ে করেন তারা। এখনো আছেন কলকাতাতেই। সেখান থেকেই নজরুলসংগীতটি অবমুক্ত হওয়ার সংবাদ দেন এই গায়ক। এটি প্রকাশ হবে কণ্ঠশিল্পী সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে।