বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কাজী সোমা

বিনোদন রিপোর্ট
  ২২ নভেম্বর ২০২০, ০০:০০

ছোটবেলা থেকে উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা'তে অনুপ্রাণিত হয়ে বড় বেলায় এসে পেশা হিসেবে গানকেই বেছে নিয়েছেন এই প্রজন্মের সংগীতশিল্পী কাজী সোমা। গেল ১৭ অক্টোবর বাংলাদেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক'র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় কাজী সোমার প্রথম মৌলিক গান 'বাবুয়া বাবুয়া'। গানটি লিখেছেন, সুর সংগীত করেছেন অনিক সাহান। এরই মধ্যে গানটি ৫০ হাজারেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। কাজী সোমা বলেন, 'আমার প্রথম গান হিসেবে যেভাবে ভিউয়ার্স বাড়ছে তাতে খুশি আমি। গানটির জন্য বেশ সাড়া পাচ্ছি। শ্রোতা দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।' এদিকে প্রথম মৌলিক গানের পর সোমা এবার নতুন নতুন গান প্রকাশের দিকেও নিজের মনোযোগ বাড়াচ্ছেন। এরই মধ্যে প্রথমবারের মতো চট্টগ্রামের আঞ্চলিক ভাষাতেও একটি গান গেয়েছেন তিনি। ২০ নভেম্বর রাতে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন করেছেন তিনি। গানটি লিখেছেন কামরুল হাসান সোহাগ এবং সুর করেছেন মো. সেলিম। সংগীতায়োজন করেছেন ওয়াহিদুল ইসলাম নয়ন। গানটি প্রসঙ্গে কাজী সোমা বলেন, 'ধন্যবাদ তাদেরকে যারা আমার উপর আস্থা রেখে আমাকে দিয়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান গাইয়েছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে