ছোটপর্দার অনুষ্ঠানমালা

প্রকাশ | ২২ নভেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
আজ রাত ৮টায় মাছরাঙা টিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক বাকের খনি। নাটকটি রচনা করেছেন মেজবাহউদ্দিন সুমন ও পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। অভিনয়ে মীর সাব্বির, সাজু খাদেম, তাসনুভা তিশা, নাবিলা ইসলাম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু প্রমুখ। চ্যানেল আই'তে আজ রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে কমেডি ধারাবাহিক 'আম্মা'। নাটকটি পরিচালনায় আবু হায়াত মাহমুদ। এ ধারাবাহিকে অভিনয় করেছেন- সালাউদ্দিন লাভলু, তানিয়া আহমেদ, শিল্পী সরকার অপু, আনিসুর রহমান মিলন, ফারুক আহমেদ, শাহেদ আলী সুজন, মিশু সাব্বির, শহীদুলস্নাহ সবুজ, নাজিয়া হক অর্ষা, আইরিন আফরোজ, জেবুন্নেছা টুনটুনি প্রমুখ। এটিএন বাংলায় সপ্তাহের প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৯.২০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'স্মৃতির আল্পনা আঁকি'। ড. মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে নাটকটির সংলাপ ও নাট্যরূপ দিয়েছেন মাহসুদুল হাসান শাওন এবং পর্ব পরিচালক হিসেবে আছেন রিন্টু পারভেজ। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। বৈশাখী টিভিতে আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'চাপাবাজ'। নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। অভিনয় করেছেন- হাসান জাহাঙ্গীর, আফজাল শরিফ, ফারুক আহমেদ, নাদের চৌধুরী, আশরাফ কবির, জয়, অনন্যা অনু, শামীম, শাহীন, ববি, জ্যাকি, তমাল প্রমুখ। জি বাংলায় প্রতি সোম থেকে রবিবার রাত সাড়ে ৭টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'জয় বাবা লোকনাথ'