বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিনেমায়ও ব্যস্ত মনিরা মিঠু

বিনোদন রিপোর্ট
  ২৫ নভেম্বর ২০২০, ০০:০০
মনিরা মিঠু

অনবদ্য অভিনয়ের সুবাদে ধীরে ধীরে টিভি নাটকের নির্ভরযোগ্য একজন অভিনেত্রীতে পরিণত হয়েছেন মনিরা মিঠু। টিভি খুললেই যেন দেখা মেরে তার। দীর্ঘদিনের অভিনয়জীবনের পথচলায় বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে মনিরা মিঠু নিজেকে নির্মাতাদের কাছে এতটাই নির্ভরযোগ্য করে তুলেছেন যে তাকে ঘিরেই এখন বহুমাত্রিক চরিত্রেরও সৃষ্টি হচ্ছে। বিষয়টি এখন শুধু নাটকের ক্ষেত্রেই নয়, সিনেমার ক্ষেত্রেও ঠিক তাই। শুধু নাটকেই নয়- সিনেমাতেও মিঠুর অনবদ্য উপস্থিতি দর্শককে দারুণভাবে মুগ্ধ করে। গেল ২১ নভেম্বর মিঠু 'বীরত্ব' সিনেমার শুটিং করে সেদিন রাতেই ঢাকায় ফিরে সোমবার থেকে আবার ধারাবাহিক নাটক 'ফ্যামিলি ক্রাইসিস'-এর শুটিংয়ে অংশ নিয়েছেন। অভিনয়ে মিঠুর যেন এখন কোনো ক্লান্তি নেই। ক্যামেরার সামনে থাকাটাই যেন তার পরম ভালোবাসা, ক্যামেরার সামনে থাকাটাই যেন তার কাছে পরম শান্তির। মিঠু ভীষণ আশাবাদী মুক্তি প্রতীক্ষিত সিনেমা চয়নিকা চৌধুরী পরিচালিত 'বিশ্ব সুন্দরী' সিনেমাটি নিয়ে। এ সিনেমায় তিনি একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। এতে অভিনয় প্রসঙ্গে মনিরা মিঠু বলেন, 'এ সিনেমাতে আমার চরিত্রটি ভীষণ মাধুর্যময় একটি চরিত্র। যে চরিত্রে আছে অনেক মায়া, মমতা, ভালোবাসা। অনেক নমনীয় একটি চরিত্র। এর আগে এ ধরনের চরিত্রে সিনেমাতে আমার কাজ করা হয়ে ওঠেনি। তাই এ চরিত্রটি পর্দায় দেখার জন্য আমি নিজেও ভীষণভাবে অপেক্ষা করছি। ধন্যবাদ সিনেমাটির পরিচালককে আমাকে এমন একটি চরিত্রে নির্বাচিত করার জন্য। দর্শকের কাছে এ চরিত্রটির জন্য আমার প্রবল প্রত্যাশা রইল।'

এদিকে 'বিশ্বসুন্দরী' ছাড়া মিঠু অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা হচ্ছে 'ঢাকা ড্রিম',' নীল ফড়িং',' আদম'। সর্বশেষ মিঠু অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল রায়হান রাফির 'দহন'। এতে তিনি পূজা চেরীর মায়ের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন। সিনেমাতে অভিনয় করে মিঠু আলোচনায় এসেছিলেন জাকির হোসেন রাজু পরিচালিত 'পোড়ামন' সিনেমাতে মাহিয়া মাহির মায়ের চরিত্রে অভিনয় করে। সেই সিনেমায় তার অনবদ্য অভিনয়ের কথা এখনো দর্শক মনে রেখেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে