গহীনের গানে আসিফের ব্যস্ততা

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
আসিফ আকবর
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এখন দারুণ ব্যস্ত। প্রথমবারের মতো চিত্রনায়ক হয়ে বড়পদার্য় আসছেন তিনি। এ কারণে একটু বেশিই পরিশ্রম করছেন এই হাটর্থ্রব গায়ক। এই মুহ‚তের্ তানজিকা আমিনকে নিয়ে পূণৈর্দঘর্্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’-এর দ্বিতীয় পযাের্য়র শুটিং করছেন আসিফ। বাংলাঢোল প্রযোজিত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আসিফ। শিল্পীর গাওয়া নয়টি গানের ওপর এটি নিমার্ণ করছেন লেখক ও নিমার্তা সাদাত হোসাইন। ঈদুল আজহার আগে প্রথম ভাগের কাজ হয়েছে। গত ৮ সেপ্টেম্বর থেকে মোহাম্মদপুরে চলছে দ্বিতীয় ভাগের কাজ। এই ছবির শুটিং অভিজ্ঞতা নিয়ে আসিফ বলেন, ‘সিনেমার শুটিং মানেই ঘটনার ঘনঘটা। আমার বেলায়ও ব্যতিক্রম কিছু ঘটছে না। ৯ সেপ্টেম্বর বিকালে দুঘর্টনার হাত থেকে বঁাচলাম। শুটিংয়ের প্রয়োজনে বসিলায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পথে আমাদের শুটিংয়ের গাড়িকে প্রচÐ জোরে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। আমরা সুস্থ আছি, তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ দুঘর্টনার সময় গাড়িতে ছিলেন আসিফ, তানজিকা, নিমার্তা সাদাত ও ছবিটির ডিওপি বিদ্রোহী দীপন। একটি ঝগড়ার দৃশ্যের শুটিংয়ের প্রস্তুতি নিয়ে বের হয়েছিলেন তারা। দুঘর্টনার পরপরই মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। ‘গহীনের গান’ ছবিটির জন্য তরুণ মুনসী, রাজিব আহমেদ ও সাদাত হোসাইনের লেখা ৯টি নতুন গান কণ্ঠে তুলেছেন আসিফ। এগুলোর সুর-সংগীত করেছেন তরুণ মুনসী ও পল্লব সান্যাল। গানের বক্তব্য ঠিক রেখে ‘গহীনের গান’-এর চিত্রনাট্য করেছেন নিমার্তা নিজেই। তার মতে, বাংলাদেশে এ ধরনের কাজ নতুন।