সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ঊনপঞ্চাশ বাতাস ছবির পোস্টার বিনোদন রিপোটর্ পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’। চলচ্চিত্রটি এখন মুক্তির জন্য প্রস্তুত। শিগগিরই আসবে রুপালি পদার্য়। আনুষ্ঠানিকভাবে ছবির পোস্টার প্রকাশ করা হবে আজ ছবিটির ফেসবুক পেজে। টেলিছবি, নাটক আর বিজ্ঞাপন বানিয়ে নাম কুড়িয়েছেন মাসুদ হাসান উজ্জ্বল। এবার নিজের প্রথম ছবি নিয়ে হাজির হবেন। ছবি মুক্তির আগে ছবির পোস্টার একটি গুরুত্বপূণর্ ব্যাপার। পোস্টারে থাকা চাই চলচ্চিত্রেরই ছায়া। এই ছবির পোস্টারের নেপথ্য গল্প কী? উজ্জ্বল বললেন, ‘ব্যাখ্যাতীত যেকোনো অনুভূতি মানুষকে সবচেয়ে তীব্রভাবে আকৃষ্ট করে, আবেগপ্রবণ ও স্মৃতিকাতর করে। আপনি চোখ বন্ধ করে একটা দম নিন এবং কোনো একটি অনুভ‚তিকে মনে করার চেষ্টা করুন। একমুহূতের্র জন্য সেই অনুভ‚তির যে ছবি আপনার মনে দৃশ্যমান হবে, সেটি ফ্রেমে বন্দি করলে ব্যাখ্যাতীত কিছু একটা দঁাড়াবে। তেমনই একটা অনুভূতির ছবি নিয়ে পোস্টারটি করা হয়েছে। এই ছবিটি কবিতার মতো। একেক রকম মানসিকতার দশর্ক একেক রকম দৃষ্টিকোণ থেকে ছবিটির ব্যাখ্যা দঁাড় করাবেনÑএমনটাই বিশ্বাস।’ পোস্টার ডিজাইন করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল নিজেই। এই ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বষর্ণ ও শারলিন ফারজানা। রেড অক্টোবরের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ এবং নিবার্হী প্রযোজক সৈয়দা শাওন। এক যুগ পর ‘ফ্রাইডে’ নিয়ে ফিরছেন গোবিন্দ বিনোদন ডেস্ক শেষ যে দুবার গোবিন্দকে রুপালি পদার্য় দেখা গিয়েছিল, তার মধ্যে একটি ছিল ডেভিড ধাওয়ানের ‘পাটর্নার’। সালমান খানের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ২০০৭ সালে সিনেমাটি মুক্তির পর সুপারহিট হয়েছিল সেই ছবি। আরও একটি ছবিতে অভিনয় করেছিলেন তার নাম ‘কিলদিল’। ছবিটি সেভাবে ব্যবসায়িক সাফল্য না পেলেও সেই ছবিতে খলনায়কের চরিত্রে গোবিন্দর অভিনয় প্রশংসিত হয়েছিল। প্রায় এক যুগ পরে আবারও রুপালি পদার্য় ফিরছেন বলিউডের কমেডিয়ান অভিনেতা গোবিন্দ। ভক্তদের জন্য সুখবর হলো শিগগিরই নাচে-গানে আর কমেডিতে মাতাবেন তিনি। গোবিন্দের নতুন ছবির নাম ‘ফ্রাইডে’। কমেডিতে ভরপুর ছবিটির ট্রেলার ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে। আর এ উপলক্ষেই মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে সংবাদমাধ্যমের নানা প্রশ্নের উত্তর দেন এই অভিনেতা। ‘ফ্রাইডে’ ছবিতে গোবিন্দ ছাড়াও অভিনয় করেছেন বরুণ শমার্ ও বীজেন্দ্র কালে। এ ছবিটি পরিচালনা করেছেন অভিষেক দোগরা। আগামী ১২ অক্টোবর ছবিটি মুক্তি পাবে। এদিকে পাটর্নার টু নিমাের্ণরও কথাবাতার্ চলছেন অনেকদিন থেকেই। গোবিন্দের বায়োপিক নিমাের্ণর ব্যাপারেও জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে বায়োপিকের ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছেন গোবিন্দ। গোবিন্দ বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে যারা একেবারে জিরো থেকে যাত্রা শুরু করেন, তাদের প্রশংসা করা দরকার। কারণ এখানে কেউ চাইলে সহজেই এন্ট্রি নিতে পারেন না। আর চলচ্চিত্র সংশ্লিষ্ট না হয়ে বাইরের কারও জন্য তো সুযোগ পাওয়া আরও কঠিন। এসব দিক বিবেচনায় আমার জীবনী নিয়ে সিনেমা নিমার্ণ করা যায়। কারণ আমি শূন্য থেকে এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়েছি। আমার জীবনের সংগ্রামের গল্প মানুষকে অনুপ্রাণিত করবে। কিন্তু আমি মনে করি, আমার বায়োপিক নিমাের্ণর এখনো সঠিক সময় আসেনি।’ ১২ বছর পর সিনেমায় ফিরছেন গোবিন্দ।