ফের একসঙ্গে নাঈম-মিম

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
নাদিয়া মিম ও এফ এস নাঈম

নাটকে অভিনয়ে নিয়মিতই এখন এফ এস নাঈম। বহুমাত্রিক ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে করে নাঈম নির্মাতাদের কাছেও বেশ প্রিয় হয়ে উঠেছেন। চরিত্র এবং পুরো নাটকের গল্প ভালো লাগলেই নাঈম অভিনয় করছেন নাটকে। এই সময়ে নাঈম আফসানা মিমির নির্দেশনায় বাংলাদেশ টেলিভিশনের জন্য 'শায়ানকাল' নামের একটি ধারাবাহিক নাটকের প্রথম লটের কাজ শেষ করেছেন। এই ধারাবাহিকটি নিয়ে নাঈম খুব আশাবাদী। এরইমধ্যে নাঈম নতুন আরও একটি ধারাবাহিক নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় 'হাওয়াই মিঠাই' ধারাবাহিকের কাজ শুরু করতে যাচ্ছেন। এই ধারাবাহিকটি নিয়েও খুব আশাবাদী নাঈম। এদিকে নাঈম ও নাদিয়া মিম এরইমধ্যে শেষ করেছেন খন্ড নাটক 'যদি বড় হতে চাও'র কাজ। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তুনু এবং পরিচালনা করেছেন স্বপন বিশ্বাস। এতে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আশিক চৌধুরী ও মাহা। এর আগে নাঈম ও মিম বেশকিছু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। যার মধ্যে উলেস্নখযোগ্য হচ্ছে 'প্রিয়ন্তী', 'রোদেলা বৃষ্টি', 'পরম্পরা', 'মুখের দিকে দেখি', 'মধ্যবিত্ত' ইত্যাদি বিশেষত উলেস্নখযোগ্য। এদিকে নাঈমের আজ জন্মদিন। জন্মদিন প্রসঙ্গে নাঈম বলেন, 'মনটা এমনিতেই ভীষণ খারাপ। কারণ গেল ২৭ নভেম্বর আমাদের পরম শ্রদ্ধেয় কিংবদন্তি অভিনেতা আলী যাকের স্যার ইন্তেকাল করেছেন। পুরো পরিবেশটাই আসলে এখন ভীষণ ভারী হয়ে আছে। কেমন জানি লাগছে চারপাশটা। তাই এমন পরিবেশে জন্মদিন নিয়ে কোনোই পরিকল্পনা নেই। বাসাতেই থাকব। নাদিয়ারও গতকাল মানিকগঞ্জ শুটিং ছিল। কিন্তু নাদিয়াও আজ কোনো শুটিং করবে না। বাবা মাকে সময় দিব। আর পারিবারিকভাবে কিছু ঘরোয়া আয়োজনতো থাকেই, তাতে অংশ নিব। এভাবেই কেটে যাবে জন্মদিন। সবার কাছে দোয়া চাই আলস্নাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন।'