বছর শেষে মঞ্চে উঠেছে একগুচ্ছ নতুন নাটক

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

মাসুদুর রহমান
'কহে ফেসবুক' নাটকের দৃশ্য

বৈরী পরিবেশের মধ্যেও নতুন উদ্যমে কাজ শুরু করেছে মঞ্চ নাটকের দলগুলো। দীর্ঘদিন বন্ধ থাকার পর বছর শেষে নতুন নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মঞ্চকর্মীরা। দর্শক ও নাট্যকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে শিল্পকলা একাডেমি। প্রতি সপ্তাহেই প্রদর্শিত হচ্ছে নতুন নাটক। ইতোমধ্যে কয়েকটি নতুন নাটকের সফল মঞ্চায়ন হয়েছে। চলতি ও আগামী মাসজুড়েই থাকছে নতুন নাটকের প্রদর্শনী। ইতোমধ্যে ঢাকা থিয়েটার মঞ্চে এনেছে নতুন নাটক 'একটি লৌকিক ও অলৌকিক স্টিমার'। শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় লাক্স তারকা ফারজানা চুমকি অনেকদিন পর এই নাটক দিয়ে মঞ্চে ফিরেছেন। নাটকটি রচনা করেছেন আনন জামান। মঞ্চ দিয়েই অভিনয়ে যাত্রা শুরু হয়েছিল অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদের। তার নাটকের দল নাট্যকেন্দ্র 'অন্ধকার' নামে নতুন একটি নাটক মঞ্চে আনছে। নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনাও দিচ্ছেন তৌকীর। চলছে এর মহড়া। অনন্ত হীরার প্রাঙ্গণে মোর মঞ্চে আনছেন নতুন নাটক 'মৃতের আত্মহত্যা'। নাটকটির নাট্যকার ও পরিচালক দুটিই অনন্ত হীরা। এছাড়া প্রাঙ্গণে মোর 'পতাকা পাগল' নামে আরও একটি নতুন নাটক মঞ্চে আনছে। এটি পরিচালনা করছেন নূনা আফরোজ। নাটকটির নাট্যকার অনন্ত হীরা। ১৩ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো এথিক থিয়েটারের নতুন নাটক 'আয়নাঘর'। নাটকটির নির্দেশনা দিয়েছেন রেজানুর রহমান। নাট্য সংগঠন 'বটতলা' শিগগির মঞ্চে আনছে নতুন নাটক 'সোহোতে মাস্ক'। এটি পরিচালনা করছেন পংকজ মজুমদার। দীর্ঘ কয়েক মাস ধরে এর মহড়া চলছে। মহড়ায় ব্যস্ত রয়েছে অনুরাগ থিয়েটার। এই দলটি মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক 'অবজেকশন ওভার রুলড'। নাটকটির নাট্যকার ও পরিচালক মাহবুব আলম। নতুন নাটক 'গীতিচন্দ্রাবতী' মঞ্চে আনছে নাটকের দল সংস্কার। নয়নচাঁদ ঘোষের রচনায় নাটকটি পরিচালনা করছেন ইউসুফ হাসান অর্ক। কয়েক মাস ধরে 'প্রত্যাবৃতা' নামে নতুন নাটকের মহড়া করছে নৈবেদ্য থিয়েটার। আন্তন চেখভের গল্প অবলম্বনে এই নাটকটির রূপান্তর করেছেন বিবি কানিজ, পরিচালনা করছেন রাজীব রেজা। নাট্যজন আবুল হায়াত দীর্ঘদিন পর ফিরছেন মঞ্চে। নাটকের দল অনুস্বরের নতুন নাটক 'মূল্য ও অমূল্য' নাটকে দেখা যাকে তাকে। এটি পরিচালনা করছেন মোহাম্মদ বারী। টানা মহড়া চলছে নাটকটির। সদ্য প্রয়াত বরেণ্য অভিনেতা আলী যাকেরকে উৎসর্গ করে নাট্যদল আরণ্যক গতকাল শনিবার মঞ্চস্থ করে নতুন নাটক 'কহে ফেসবুক'। মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় এ নাটকটি আরণ্যকের ৬২তম প্রযোজনা। আলী যাকেরকে উৎসর্গ করে দেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণে মোর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে প্রদর্শন করে 'আমি ও রবীন্দ্রনাথ'। একই দিনে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনের মঞ্চে প্রদর্শনী হয় নতুন নাটক 'অবজেকশন ওভার রুলড'। নাটকটির রচনা, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন মাহবুব আলম। নাসিরউদ্দিন ইউসুফের পরিচালনায় ঢাকা থিয়েটার ও দেশ নাটক যৌথভাবে একটি নতুন নাটকের মহড়া করেছে। এই নাটকের মধ্য দিয়ে অনেকদিন পর মঞ্চে অভিনয়ে ফিরছেন আফজাল হোসেন। একসঙ্গে তিনটি নতুন নাটকের কাজ শুরু করেছে দেশ নাটক। এর মধ্যে 'পারো' নাটকটি পরিচালনা করছেন মাসুম রেজা। 'পেশা ও প্রেম' নাটকটি পরিচালনা করছেন ফাহিম মালেক ইভান। এছাড়া 'শক্তিরূপ' নাটকটি পরিচালনা করছেন মামুন চৌধুরী। পদাতিক নাট্য সংসদের ৪৩তম প্রযোজনা 'পাকে বিপাকে' নাটকের উদ্বোধনী প্রদর্শনী হয়েছে চলতি মাসের মাঝ সময়ে। এ নাটকের নির্দেশনা দিয়েছেন সঞ্জীব কুমার দে। চলতি মাসের প্রথম দিকে মঞ্চস্থ হয় স্বপ্নদলের 'চিত্রাঙ্গদা' ও শব্দ নাট্যচর্চার 'তৃতীয় একজন' নাটক দুটি। নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, 'এই রকম সংকটকালেও মঞ্চকর্মীরা যেভাবে মঞ্চের জন্য নতুন নতুন নাটকের মহড়া করছে তা রীতিমতো অবাক করার ব্যাপার। কাজেই আমি মনে করি আমাদের মঞ্চ নাটক অনেক দূর এগিয়েছে এবং আরও এগোবে।'