গানে ফেরার অপেক্ষায় ফেরদৌসী রহমান

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
ফেরদৌসী রহমান
স্বাধীনতা পদকপ্রাপ্ত ও একুশে পদকপ্রাপ্ত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী, সঙ্গীত পরিচালক ফেরদৌসী রহমান। দীর্ঘদিন ধরে নতুন কোনো গান গাইছেন না বরেণ্য এ সংগীতশিল্পী। কিন্তু তারপরও নতুন গান গাওয়ার ইচ্ছের কথা জানালেন তিনি। সুস্থ হয়ে আবার আগের মতো গান গাওয়ার ইঙ্গিতও দিলেন তিনি। ফেরদৌসী রহমান বলেন, 'দীর্ঘদিন হলো নতুন কোনো গান গাওয়া হচ্ছে না। একজন শিল্পী হিসেবে আমার তো ইচ্ছে করেই নতুন গান গাওয়ার। একজন শিল্পী মানুষের ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চান। যে কারণে একজন শিল্পী নতুন নতুন গানও করতে চান। কিন্তু দীর্ঘদিন হলো আমার গলাটা সায় দিচ্ছে না নতুন গান গাইবার জন্য। যদি আবার কখনো গলার পরিস্থিতি স্বাভাবিক হয় তবে নিশ্চয়ই গান গাইব। একজন শিল্পী হিসেবে গান গাওয়ার আকাঙ্ক্ষা সারা জীবনই রয়ে যায়।' ফেরদৌসী রহমান আগামী বছরের ২৮ জুন ৮০ বছর পূর্ণ করবেন। সিনেমাতে তিনি প্রথম পেস্ন-ব্যাক করেন 'আসিয়া' সিনেমায় আব্দুল আহাদ ও সমর দাসের সংগীতায়োজনে 'ও মোর কালারে কালা' গানটি দিয়ে। এটি একটি সংগৃহীত গান। তবে প্রথম শ্রোতা দর্শকরা তার কণ্ঠে গান শুনেন সিনেমাতে 'এ দেশ তোমার আমার' সিনেমার গান। গানটি লেখা ছিল ও সুর করা ছিল খান আতাউর রহমানের। ফেরদৌসী রহমানের কণ্ঠে সিনেমাতে প্রথম জনপ্রিয়তা পাওয়া গান ছিল মুস্তাফিজ পরিচালিত শবনম অভিনীত সিনেমা 'হারানো দিন' সিনেমার আজিজুর রহমানের লেখা ও রবিন ঘোষের সুরে 'আমি রূপ নগরের রাজকন্যা রূপের জাদু এনেছি' গানটি। এই গানটি এখনো দেশের বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করার ক্ষেত্রে নৃত্যশিল্পীরা ব্যবহার করে থাকেন। ফেরদৌসী রহমান প্রথম সংগীত পরিচালক হিসেবে কাজ করেন রবিন ঘোষের সঙ্গে 'রাজধানীর বুকে' সিনেমার। 'মেঘের অনেক রং' সিনেমার সংগীত পরিচালক হিসেবে তিনি বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দ্বিতীয় আসরেই শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বর্তমান সময়ে যারা সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক করেন তাদের প্রসঙ্গে ফেরদৌসী রহমান বলেন, 'এখন যারা সিনেমার গান করছেন তারা ভালো সুর সৃষ্টি করার চেষ্টা করছেন, ভালো সংগীতায়োজন করার চেষ্টা করছেন। কিন্তু যারা সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক করছেন তাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে নূ্যনতম কোনো ধারণাই নেই। ধারণা না নিয়েই তারা না জেনে না বুঝে কাজ করে যাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক বুঝার জন্য, ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে জানার জন্য যে ধৈর্য্য থাকা প্রয়োজন, তা নেই কারোরই।' বর্তমান সময়ে যারা গান গাইছেন তাদের গান প্রসঙ্গে ফেরদৌসী রহমান বলেন, 'রিয়েলিটি শো'র মাধ্যমে কিছু নতুন শিল্পীর আগমন ঘটেছে আমাদের সংগীতাঙ্গনে। তবে আমার একটাই কথা শুধু গান গেয়ে গেলাম, অথচ গান প্রাণ ছুঁতে পারল না, এমন গান গাওয়ার কোনো প্রয়োজন আছে কী?