প্রচলিত ধারা থেকে বের হয়ে আসছেন তারকারা

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২০, ০০:০০

রায়হান রহমান
বড়পর্দা হোক কিংবা ছোট- নায়ক মানেই পরিপাটি সাজ। নাচ-গান কিংবা সংলাপেও তাকে হতে হয় অন্যদের চেয়ে সেরা। নায়িকা পটাতে পটু, সঙ্গে হাজারটা গুণের অধিকারী। দীর্ঘদিন ধরে পর্দার নায়কদের এমনই দেখে আসছে বাংলাদেশের দর্শক। বিশেষ করে সিনেমায়। তবে সাম্প্রতিক সময়ে প্রথাগত এই ধারা থেকে বের হয়ে কাজ করছেন কেউ কেউ। গতানুগতিক হিরোর সংজ্ঞা পাল্টে দর্শকের সামনে হাজির হচ্ছেন নানামাত্রিক চরিত্রে। টগবগে তরুণ থেকে হয়ে যাচ্ছেন ষার্টোধ্ব বৃদ্ধ, কেউবা হচ্ছেন এলেবেলে বয়স্ক পাগল। প্রথাবিরোধী হিরোর তালিকায় সর্বশেষ সংযোজন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ক্যারিয়ারের আট বছরের মাথায় এসে তিনি নিজেকে ভেঙে নতুন সম্ভাবনার কথা জানান দিচ্ছেন। তারই প্রতিচ্ছবি মিলল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি স্থিরচিত্রে। যেখানে বাপ্পী চৌধুরীর দেখা মিলেছে ৭৫ বছর বয়সি গেটআপে! সাদা চুল-দাড়ি, শার্ট আর চশমার ফ্রেমে সাজানো বৃদ্ধ বাপ্পীকে দেখলে যে কারও চোখ আটকে যাবে। রোববার প্রকাশিত এসব ছবি মূলত বাপ্পীর 'প্রিয় কমলা' ছবির দৃশ্য। এদিন বয়োবৃদ্ধ গেটআপে তিনি শুটিংয়ে অংশ নিয়েছেন। এই প্রসঙ্গে বাপ্পী বলেন, 'আমি চেষ্টা করছি নিজেকে নানাভাবে ভাঙতে। এখন যে সময়টা এসেছে সেখানে গল্প আর চরিত্র নিয়ে খেলার কোনো বিকল্প নেই। এবং আমি ভিন্ন ভিন্ন ঘরানার চরিত্রে অভিনয় করে খুবই মুগ্ধ।' 'প্রিয় কমলা'তে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করছেন শাহরিয়ার নাজিম জয়। ১৮ নভেম্বর থেকে গাজীপুরের পূবাইলে এ ছবির শুটিং শুরু হয়। এখন চলছে রাজধানীর চ্যানেল আই-এর শুটিং স্টুডিওতে। সাধারণত ঢাকাই সিনেমার নায়ক-নায়িকারা বৃদ্ধর অবয়বে পর্দায় হাজির হতে চান না। তবে এই ট্যাবু ভেঙে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। তার রেশ পাওয়া গেছে 'মনপুরা', 'মনের মানুষ', 'আয়নাবাজি' ও 'দেবী' চলচ্চিত্রে। বিশেষ করে আয়নাবাজি ও দেবী চলচ্চিত্রে তিনি রীতিমতো চরিত্র নিয়ে ছেলেখেলা করেছেন। আর গোটা দেবী সিনেমায় ছিলেন বুড়ো প্রফেসর মিছির আলী সেজে। এমন চরিত্র করার জন্য তিনি যে দীর্ঘদিন ধরেই মুখিয়ে ছিলেন, সেটা শোনা যাক তার মুখেই, 'মিসির আলী বেশ চিন্তাশীল আর যুক্তিনির্ভর একটা চরিত্র। চরিত্রটি যেন দর্শকের কাছে অনেক জীবন্ত হয়ে ওঠে, গ্রহণযোগ্য চরিত্র হয়ে ওঠে এর জন্য করণীয় সবই করেছি। ফলে দর্শকের কাছে ভালো লেগেছে। ব্যবসায়িকভাবেও ছবিটি সফল হয়েছে।' দেবী সিনেমাটি মূলত হুমায়ূন আহমেদের মিছির আলী উপন্যাসের আলোকে নির্মাণ করেছে। এতে চঞ্চল চৌধুরীর বিপরীতে রানু চরিত্রে অভিনয় করেন জয়া আহসান। ছবিটি বছরের অন্যতম ব্যবসাসফল ছিল। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও বেশ কয়েকজন প্রতিশ্রম্নতিশীল হিরো রয়েছেন, যারা গতানুগতিক ধারার বাইরে কাজ করতে আগ্রহী। এরমধ্যে অন্যতম জিয়াউল ফারুক অপূর্ব। গত বছরের গোড়ার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি স্থিরচিত্র ভাইরাল হয়। এতে পুরোদস্তুর পাগল অবয়ব ধারণ করেন তিনি। পরনে ছিল ময়লা জামা, জট পাকানো চুল আর মুখে লম্বা দাড়ি। হঠাৎ করে ছবিটির দিকে তাকালে বোঝার উপায় থাকে না, এটি অভিনেতা অপূর্ব। নাটকটির নাম 'প্রস্থান'। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেন মেহজাবিন চৌধুরী। এ বিষয়ে অপূর্ব বলেন, 'চরিত্রটি আমার জন্য বেশ মজার ছিল। গল্পের জন্যই এমন পাগলের রূপধারণ করতে হয়েছে। নিজেকে দেখে নিজেই অবাক হয়েছি। অন্য রকম এই চরিত্রে অভিনয় করে ভালো লেগেছে।' ছোট পর্দার আরেক দর্শকপ্রিয় অভিনেতা আফরান নিশো। তিনি নিয়মিতই ব্যতিক্রমী চরিত্রে হাজির হোন। কদিন আগে সারা গায়ে বনের লতাপাতা আর বাকল জড়িয়ে 'বৃক্ষমানব' চরিত্রে হাজির হয়েছিলেন। চরিত্রটি ছিল 'ইডিয়ট' নামের একটি ধারাবাহিক নাটকের। সুমন আনোয়ারের পরিচালনায় এমন একটি ব্যতিক্রমী চরিত্রে হাজির হয়ে রীতিমতো আলোড়ন তৈরি করেন এই অভিনেতা। নাটকে নিশোকে বৃক্ষমানব হিসেবে দেখা গেলেও সে আসলে প্রাকৃতিক সম্পদ বাঁচানোর একটা আন্দোলন করতে গিয়ে পরিস্থিতির শিকার হয়ে জঙ্গলে চলে যায়। প্রকৃতির সঙ্গে এমনভাবে মিশে থাকে যে দেখলে বোঝা যায় না যে, মানুষ সে!