শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরে ছবি মুক্তির ধুম

মাসুদুর রহমান
  ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০
'নবাব এলএলবি' ছবির একটি দৃশ্যে শাকিব খান ও মাহিয়া মাহী

লকডাউনের পর লোকসানের ভয়ে চলচ্চিত্রের প্রযোজকরা এই সময়ে ছবি মুক্তি না দিয়ে নতুন বছর নিয়ে হিসাব-নিকাশ করছিলেন। কিন্তু এদিকে নতুন ছবির সংকটে সিনেমা হলগুলোও প্রায় বন্ধের পথে। দর্শকরাও অপেক্ষায় ছিলেন নতুন ছবির। ঠিক এই সময়ে হঠাৎ করেই ছবি মুক্তির হিড়িক পড়েছে। চলতি ডিসেম্বরে অর্ধডজন ছবি মুক্তির তালিকায় রয়েছে। এর মধ্যে একাধিক ছবি মুক্তি পাচ্ছে বিজয় দিবস উপলক্ষে। এ নিয়ে সরব হয়ে উঠেছে চলচ্চিত্র পরিবার।

বিজয় দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা 'নবাব এলএলবি'। এ সিনেমায় শাকিব খান ও মাহিয়া মাহীর পাশাপাশি অভিনয় করেছেন উদীয়মান তরুণ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াও। বিজয় দিবসে মুক্তি পাবে 'ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি 'প্রিয় কমলা'। এটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। এ ছবির মাধ্যমে প্রথমবার মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। ছবিতে বাপ্পীর বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। তার চরিত্র 'বীরাঙ্গনা'র। খ্যাতিমান নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র 'বিশ্বসুন্দরী' সিনেমাটি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে। নির্মাতা সূত্রে জানা গেছে, চলমান করোনা আতঙ্কের মধ্যেই আগামী ১১ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমা। 'বিশ্বসুন্দরী'র প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন হালের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ এবং মিষ্টি নায়িকা পরীমনি। প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তারা। এছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ অনেকে। চয়নিকা চৌধুরীর অভিষেক চলচ্চিত্র 'বিশ্বসুন্দরী'র কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। এটি দেশব্যাপী পরিবেশনা করবে নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

এ মাসেই মুক্তির কথা রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'একজন মহান পিতা'। মুক্তিযুদ্ধের একটি হৃদয়বিদারক গল্পকে কেন্দ্র করে পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন একঝাঁক নতুন মুখ নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। কাহিনি ও চিত্রনাট্যে রয়েছেন পরিচালক নিজেই। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নিবেদনে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন শেখ শাহ আলম। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন হিমেল রাজ ও মির্জা আফরিন। গত বছর জয়া দিয়ে শুরু হয়ে জয়াতেই শেষ হয়েছিল ছবি মুক্তির প্রক্রিয়া। এ বছরের আগামী ১৬ ডিসেম্বর জয়া আহসান বড় পর্দায় হাজির হচ্ছেন নতুন এক সিনেমা নিয়ে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস 'বিধবাদের কথা' অবলম্বনে নির্মিত হয়েছে 'নকশিকাঁথার জমিন'। আকরাম খান পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

তানভীর মোকাম্মেল নির্মিত 'রূপসা নদীর বাঁকে' চলচ্চিত্রটি ইতোমধ্যে 'গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে' আমন্ত্রিত হয়েছে। আগামী বছরের ১৬ থেকে ২৪ জানুয়ারি ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আয়োজনটি। এ ছবিও চলতি ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে। একজন ত্যাগী বামপন্থি নেতার কাহিনি নিয়ে নির্মিত ছবিটি সরকারি অনুদানে নির্মিত। সোয়া দুই ঘণ্টা দৈর্ঘ্যরে ছবিটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল। 'রূপসা নদীর বাঁকে' ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার প্রমুখ।

ডিসেম্বরে মুক্তি পাচ্ছে 'টুঙ্গিপাড়ার মিয়াভাই'। এ ছবির মাধ্যমেই নায়িকা হয়ে রুপালি পর্দায় ফিরছেন এক সময়ের আলোচিত শিশুশিল্পী প্রার্থনা ফারিদ দীঘি। ছবিটি বিজয় দিবস উপলক্ষে ১১ ডিসেম্বর মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। ছবিতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়ক শান্ত খান। এর আগে শান্ত অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছে। 'টুঙ্গিপাড়ার মিয়া ভাই' পরিচালনা করেছেন সেলিম খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে