আরটিভিতে আজ রাত ৯টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'চিটিং মাস্টার'। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি, সালহা খানম নাদিয়া, আ খ ম হাসান, জামিল হোসেন, আরফান আহমেদ, আব্দুলাহ রানা প্রমুখ।
এটিএন বাংলায় সপ্তাগের প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'স্মৃতির আল্পনা আঁকি'। ড. মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে নাটকটির সংলাপ ও নাট্যরূপ দিয়েছন মাহসুদুল হাসান শাওন এবং পর্ব পরিচালক হিসেবে আছেন রিন্টু পারভেজ। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ।
চ্যানেল আইতে আজ বিকাল ৩টা ৩০ মিনিটে প্রচারিত হবে রাবেয়া খাতুনের কাহিনী অবলম্বনে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি 'মেঘের পরে মেঘ'। ছবিটি পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। এ ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, মাহফুজ আহমেদ, শহীদুল আলম সাচ্চু, রাজীব, প্রবীর মিত্র প্রমুখ।
নাগরিক টিভিতে সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ১০টায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক 'চাঁদের হাট'। শফিকুর রহমান শান্তনুর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রাসেল এবং মিলন ভট্টাচার্য। নাটকটিতে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, নাদিয়া আহমেদ, রুনা খান, সাজু খাদেম, ডা. এজাজ, নাবিলা, নাজিরা মৌ, রিমি করিম, মুকুল সিরাজ, রাশেদ মামুন অপু, প্রিয়া আমানসহ আরও অনেকে।
জি বাংলায় সপ্তাহের প্রতি সোম থেকে রোববার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে মেগাসিরিয়াল 'গোয়েন্দা গিন্নি'। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রালী হালদার।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd