সাক্ষাৎকার

এ অনুভূতি বোঝানো সত্যিই কঠিন

তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী ফাতিমা-তুয্‌-যাহ্‌রা ঐশী। খুব অল্প সময়ে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। পেয়েছেন অনেক পুরস্কার। এবারে তার প্রাপ্তির ঝুলিতে যোগ হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে পুরস্কার পেতে যাচ্ছেন তিনি। প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার খবরে খুব উচ্ছ্বসিত তিনি। সে উচ্ছ্বাসের কিছু অংশ ভাগ করলেন যাযাদির সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মাসুদুর রহমান

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ফাতিমা-তুয্‌-যাহ্‌রা ঐশী
অনুভূতি... প্রথমে সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যেক শিল্পীর জীবনে অনেক বড় একটা স্বপ্ন, বড় একটা অর্জন। আমার জীবনেও এটা সবচেয়ে বড় অর্জন। এত বড় অর্জনের অনুভূতি বোঝানো সত্যিই কঠিন। মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি হচ্ছে। সবার দোয়া ও সহযোগিতা আমাকে এত বড় অর্জন পেতে সাহায্য করেছে। এজন্য আমি সবার কাছে ঋণী। প্রজ্ঞাপন দেখে... প্রথমে আপনাদের সাংবাদিকদের মাধ্যমেই এই সুখবরটি পেয়েছি। শুরুতে বিশ্বাস হচ্ছিল না। পরে গণমাধ্যমের কয়েকজন ফোন করে বিষয়টি আমাকে নিশ্চিত করেন। এরপর প্রজ্ঞাপন দেখে পুরোপুরি নিশ্চিত হয়েছি। 'মায়ারে মায়া তুই'... মাসুদ পথিকের সরকারি অনুদানের ছবি 'মায়া :দ্য লস্ট মাদার' ছবিতে 'মায়ারে মায়ারে তুই মাঠের সাদা বক' শিরোনামের গানের জন্য এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। গানটি লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সঙ্গীত করেছেন ইমন চৌধুরী। এখন কঠিন হয়ে গেল... এতদিন সহজ ছিল, এখন থেকে কঠিন হয়ে গেল। জাতীয় পুরস্কার পাওয়ার পর থেকেই একজন শিল্পীর দায়ভার বেড়ে যায়। হিসাব করে চলতে হয়। আগের মতো চলা যায় না। আমার বেলাতেও তাই। এখন থেকে সংগীতে পথচলাটা আমার জন্য কঠিন থেকে আরও কঠিন হয়ে গেল। আরও সতর্ক হয়ে কাজ করতে হবে। গুরুত্ব ও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আঞ্চলিক ভাষায় পেস্নব্যাক... সম্প্রতি ইফতেখার চৌধুরীর 'মুক্তি' সিনেমার একটি গান করেছি নোয়াখালীর আঞ্চলিক ভাষায়। 'নোয়াখাইল্যা মাইয়্যা, গেঁড়ি কইলাম ত্যাড়া' কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ আর সুর-সংগীত করেছেন শাহরিয়ার রাফাত। এর আগেও আমি একটি সিনেমায় আঞ্চলিক ভাষায় গান করেছিলাম। তবে, এবারের বেলায় একটা মজার মিল আছে। সিনেমার গল্পটি নোয়াখালীর এক মেয়েকে নিয়ে। আমি নিজেও নোয়াখালীর মেয়ে। ব্যস্ততা... এখন টিভি লাইভসহ বিভিন্ন অনুষ্ঠান করছি। পেস্নব্যাক করছি। সেই সাথে নতুন কিছু গানও করছি।