শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবার মীর সাব্বির-ইভানা

বিনোদন রিপোর্ট
  ০৪ ডিসেম্বর ২০২০, ০০:০০
মীর সাব্বির ও পারসা ইভানা

কয়েক বছর আগে মীর সাব্বির একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন। নাটকের নাম ছিল 'মালেক হইতে সাবধান'। এই নাটকের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন পারসা ইভানা। ইভানার অভিনয় সম্পর্কে অবগত থেকেই মীর সাব্বির তাকে তার ধারাবাহিক এই নাটকে নিয়ে কাজ করেছিলেন। পরবর্তীতে পারসা ইভানা মীর সাব্বিরের সঙ্গে সকাল আহমেদের নির্দেশনায় 'শ্বশুর বাড়ির ছেলে' ও নিলয় মাসুদের নির্দেশনায় 'বউ যদি এমন হয়' নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। এরই মধ্যে নির্মাতা তপু খান তার সময়ের গল্পের 'প্রতিহিংসা' পর্বে মীর সাব্বির ও ইভানাকে জুটি করে নাটক নির্মাণ করেছেন। গত সপ্তাহে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে জানান তপু খান।

এই নাটকে অভিনয় প্রসঙ্গে মীর সাব্বির বলেন, 'সময়ের গল্পের প্রত্যেকটি পর্বই এখন দর্শক দেখছেন। প্রতি পর্বেই তপু সমাজের নানান ধরনের সমস্যা তুলে ধরার চেষ্টা করছেন যা কি না আমাদের জন্য দিকনির্দেশক হিসেবে কাজ করছে। এই নাটকে আমার সহশিল্পী হিসেবে আছেন ইভানা। ইভানার মধ্যে সত্যিই অভিনয়ের ব্যাপারে গডগিফটেড কিছু ব্যাপার আছে। কিন্তু সে হয়তো নিজে তা অনুভব করতে পারে না। হয়তো বয়স কম বলে তা অনুভব করতে পারে না। আমার বিশ্বাস অভিনয়ে যদি ইভানা আরও বেশি সিরিয়াস হয় তাহলে তার আগামীদিন অনেক বেশি সম্ভাবনাময় এবং উজ্জ্বল বলেই আমি মনে করি। কারণ তার অভিনয় সম্পর্কে যদি আমি অবগত না থাকতাম তাহলে আমার নির্দেশনায় সে সিরিয়ালে কাজ করার সুযোগ পেত না। তাই ইভানাকে বলব অভিনয়ে বেশি সিরিয়াস হওয়ার জন্য।'

ইভানা বলেন, 'ধন্যবাদ তপু খান ভাইকে আমাকে চমৎকার একটি গল্পে নিয়ে কাজ করানোর জন্য। সাব্বির ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে আজ থেকে প্রায় তিন বছর আগেই তার একটি ধারাবাহিকে আমাকে প্রধান একটি চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। যা আমার জন্য চ্যালেঞ্জের ছিল। আমি চেষ্টা করেছি ভালোভাবে অভিনয় করার। এখন আমি সত্যিই অভিনয়ে আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস। সাব্বির ভাই ভীষণ সহযোগিতাপরায়ণ একজন সহশিল্পী, পরিচালক। অভিনয়ে তিনি যেমন দুর্দান্ত ঠিক তেমনি নির্দেশনাতেও অনন্য তিনি। তার সঙ্গে কাজ করলে অভিনয়ের অনেক কিছুই শিখতে পারি। শিগগিরই আরটিভিতে মীর সাব্বির ও পারসা ইভানার 'প্রতিহিংসা' পর্বটি প্রচার হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে