বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায়ও তারকাদের উপস্থিতি থাকবে অস্কারে

বিনোদন ডেস্ক
  ০৪ ডিসেম্বর ২০২০, ০০:০০
প্রিয়াঙ্কা চোপড়া

ভার্চুয়াল নয়, তারকাদের উপস্থিতিতেই হবে ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ওরফে অস্কার ২০২১। অ্যাকাডেমি ও আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানির (অইঈ) সূত্রে এমনটাই জানতে পেরেছে মার্কিন সংবাদসংস্থা 'ভ্যারাইটি'। শোনা যাচ্ছে, আগামী বছরের ২৫ এপ্রিল সুন্দর পোশাকে সেজে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে উপস্থিত হবেন আন্তর্জাতিক তারকারা। প্রতিবারের মতো এবারের অস্কারেও দেখা মিলবে সাবেক বিশ্বসুন্দরী ভারতীয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকেও। পাশাপাশি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া এবং মলিস্নকা শেরাওয়াতও অস্কারের লাল গালিচা মাতাবেন বলে আশ্বাস পাওয়া গেছে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাশাপাশি করোনা পরিস্থিতিতে অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে। পিছিয়েছে গোল্ডেন গেস্নাব, বাফটার মতো অ্যাওয়ার্ড। 'এমি'র মতো মিউজিক অ্যাওয়ার্ডও কোভিডের প্রকোপে ভার্চুয়াল পথ অবলম্বন করেছিল। যদিও তা খুব বেশি দর্শকের মনঃপূত হয়নি। সেই কারণেই নাকি অ্যাকাডেমি কর্তৃপক্ষের ভার্চুয়াল সেলিব্রেশনে মত নেই। সাধারণত ফেব্রম্নয়ারি মাসে অস্কার অনুষ্ঠিত হয়। তারকাখচিত ডলবি থিয়েটারে সোনালি পুতুল হাতে নিয়ে শিশুর মতো উচ্ছ্বাস প্রকাশ করেন হলিউডের তারকারা।

গত বছর বিদেশি ভাষার ছবি হয়েও সেরা ছবি হয়েছিল 'প্যারাসাইট'। তবে এবারে পরিস্থিতি একেবারে ভিন্ন। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই ডলবি থিয়েটার পর্যবেক্ষণ করে এসেছেন অ্যাকাডেমির আধিকারিকরা। সুরক্ষাবিধি মেনেও কীভাবে অনুষ্ঠানের আয়োজন করা যায়, তার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ডলবি থিয়েটারে মোট ৩৪০০ জন অতিথি বসার জায়গা রয়েছে। এর বাইরেও উপস্থিত থাকবেন টেকনিক্যাল টিমের সদস্য এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। কীভাবে দূরত্ব বজায় রেখে এই ব্যবস্থাপনা করা যাবে, সেই চিন্তায় রয়েছেন আধিকারিকরা। পুরস্কার প্রদানের জন্যও আলাদা ব্যবস্থা করতে হবে তাদের।

উলেস্নখ্য, ৯৩তম অস্কারে ভারতের বাজি মালয়ালম ছবি 'জালিস্নকাট্টু' 'শকুন্তলা দেবী', 'গুলাবো সিতাবো', 'ছপাক'-এর মতো ২৭টি হিন্দি, মারাঠি ও ওড়িয়া ছবির মধ্যে থেকে লিজো জোসে পেলিস্নসেরি পরিচালিত বিতর্কিত ছবিটিকেই বেছে নিয়েছেন ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার জুরিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে