অক্টোবরে তারকাবহুল প্রেক্ষাগৃহ

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
দেবী ছবির মূখ্য চরিত্রের দুই শিল্পী জয়া আহসান ও চঞ্চল চৌধুরী
চলতি বছর ঢাকাই সিনেমার বাজার খুব একটা ভালো যায়নি। হাতেগোনা কয়েকটি চলচ্চিত্র ভালো ব্যবসা করলেও বেশিরভাগ সিনেমাই মুখ থুবড়ে পড়েছে। তবে অক্টোবরে বড় বাজেটের বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্ডাস্ট্রির শেষ ভরসা এখন অক্টোবর। কারণ এ মাসেই মুক্তি পাচ্ছে একাধিক তারকাবহুল চলচ্চিত্র। আসছে ৫ অক্টোবর মুক্তি পাবে দুটি ছবি। এরমধ্যে একটি আরজু ও পরীমনি জুটির ‘আমার প্রেম আমার প্রিয়া’ ও অন্যটি মাহিয়া মাহি ও নবাগত নায়ক রোকনের ‘পবিত্র ভালোবাসা’। অক্টোবরে মুক্তির অপেক্ষায় রয়েছে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নিমির্ত সিনেমা ‘দেবী’। কয়েকমাস আগে ফেসবুক লাইভে এসে অভিনেতা চঞ্চল চৌধুরী জানিয়েছিলেন সেপ্টেম্বরে মুক্তি পাবে দেবী। কিন্তু হঠাৎ করেই অভিনেত্রী জয়া জানালেন ছবিটি সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে না। মুক্তি পাবে অক্টোবরে। ধারণা করা হচ্ছে, আসছে পূজা উপলক্ষেই মুক্তি পাবে জয়া আহসান-চঞ্চল চৌধুরী অভিনীত এই ছবিটি। জয়া আহসান বলেন, ‘দেবী এখন শুধু একটি চলচ্চিত্র নয়, দেবী আমার কাছে একটি সম্পদ। আমার শুভাকাক্সিক্ষদের জন্য আমার উপহার। আর এই উপহার শুভদিনে শুভক্ষণেই দশর্কদের কাছে তুলে দিতে চাই আমি।’ আসছে পূজায় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে শাকিব খান অভিনীত ‘নোলক’ ছবিটি। এতে তার বিপরীতে অভিনয় করছেন ববি। পূজাকে কেন্দ্র করে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে প্রযোজক সাকিব ইরতেজা সনেটের। এই ছবিটি প্রসঙ্গে নায়িকা ববি বলেন, ‘ছবিটি পূজায় মুক্তি পাবে হয়তো। একেবারে ভিন্ন ধরনের গল্প রয়েছে এতে। আশা করি, দশর্করা মুগ্ধ হবেন নোলক ছবির গল্পে। এখানে নবান্ন নামে একটি গান রয়েছে, যা সবার ভালো লাগবে। এমন গান বাংলা চলচ্চিত্রে আগে হয়নি। আমার বিশ্বাস, সব মিলিয়ে সব ধরনের দশের্কর মন ছুঁয়ে যাবে আমাদের ছবিটি।’ পোড়ামন-২ খ্যাত সফল জুটি সিয়াম-পূজার নতুন ছবি ‘দহন’। প্রথম ছবির সাফল্যের পর এই ছবিটিতেও বাজিমাত করবেন নতুন জুটি সেই প্রত্যাশায় রয়েছেন দশর্করা। এই জুটির দহন অক্টোবরে প্রেক্ষাগৃহে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। যদিও ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা ছিল সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের এই ছবিটি। এছাড়া অক্টোবরে মুক্তি পাবে ফেরদৌস-নিঝুম রুবিনা অভিনীত ‘মেঘকন্যা’। আগামী ১২ অক্টোবর ছবিটি দেশব্যাপী মুক্তি পাবে-মনটাই জানিয়েছেন ছবি সংশ্লিষ্টরা। এছাড়াও ‘যদি একদিন’ শিরোনামের আরেকটি সিনেমাও অক্টোবরে মুক্তি পেতে পারে। এটি জনপ্রিয় গায়ক তাহসানের প্রথম চলচ্চিত্র। তাই সব মিলিয়ে বলা যাচ্ছে চলতি বছরের অক্টোবরে একাধিক সিনেমা মুক্তি পাবে। এই ছবিগুলো হয়তো বদলে দিতে পারে ঢাকাই চলচ্চিত্রের বতর্মান দৃশ্যপট।