১৪ মাস পর ম্যাকবেথ

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
প্রায় ১৪ মাস পর গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে ৪১তম মঞ্চায়ন হলো পদাতিক নাট্য সংসদের ‘ম্যাকবেথ’ নাটকের। উইলিয়াম শেকস্পিয়রের সাড়াজাগানো এ নাটকের বাংলা অনুবাদ করেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। নিদের্শনা দিয়েছেন সূদীপ চক্রবতীর্। অভিনয় করেছেন শাখাওয়াত হোসেন শিমুল, শামছি আরা সায়েকা, মশিউর রহমান, মহিউদ্দিন জুয়েল, জাবেদ পাটওয়ারি, ওয়ালিদ, জয়, ইকরাম, শুভ, তন্ময়, সঞ্জীব কুমার, আমানুজ্জামান ও শরিফ। কাহিনী সংক্ষেপ: স্কটিশ সেনাপতি ম্যাকবেথ যুদ্ধ জয় করে ফিরে আসার পথে একদল রহস্যময় শক্তি তাদের পথ রোধ করে ভবিষ্যদ্বাণী উচ্চারণ করে বলেছিল, ম্যাকবেথ হবে কডোর প্রধান ও পরে রাজা এবং ব্যাংকো হবে রাজার আদি পিতা। ম্যাকবেথের চিঠি পেয়ে লেডি ম্যাকবেথ বিস্তারিত জানতে পেরে তার মনে উচ্চাকাক্সক্ষা জন্ম নেয়। রাজা ডানকানকে নিজ বাড়িতে হত্যা করে সিংহাসনে বসেন ম্যাকবেথ। রাজা হত্যার দায় এড়াতে ম্যাকবেথ একে একে হত্যা করেন ডানকানের দেহরক্ষীদ্বয়, ব্যাংকো, ম্যাকডাফের স্ত্রী-সন্তানদের। ম্যাকবেথ ভুলে যায় যে ক্ষমতা চিরস্থায়ী নয়। লেডি ম্যাকবেথ অনুতাপে দগ্ধ ও অসুস্থ হয়ে আত্মহননের পথ বেছে নেন। ম্যাকবেথ পাগল হয়ে যায়।