সা ক্ষা ৎ কা র

রহস্যঘেরা চরিত্রে অভিনয় করে ভালো লেগেছে

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মৌসুমী নাগ। আরটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘বাবর আলীর হেলিকপ্টার রিটানর্’। এ নাটক ও অন্যান্য বিষয়ে কথা হয় তার সঙ্গে-

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
মৌসুমী নাগ
বাবর আলীর হেলিকপ্টার রিটানর্... এর আগে এই বিষয় নিয়ে একটি খÐ নাটক হয়েছিল। সেটির সিক্যুয়াল হিসেবে ধারাবাহিকটি নিমির্ত হয়েছে। সৌদি আরবে বসবাসরত একটি পরিবারের ঘটনাকে কেন্দ্র করে এর গল্প সাজানো হয়েছে। মরুর দেশে বাঙালি পরিবারটি এক অদ্ভুত সমস্যার সম্মুখীন হয়। নাটকে আমার চরিত্রের নাম কমলা সুন্দরী। নাটকের শুরুতে চরিত্রটিকে মৃত হিসেবে সবাই আবিষ্কার করে। কমলার ছবি ফ্রেমে করে দেয়ালে সেঁটে দেয়া হয়। কিন্তু ছবির মধ্য থেকেই রহস্যজনকভাবে সে সবকিছু দেখতে পারে। সব মিলিয়ে রহস্যঘেরা একটি চরিত্রে অভিনয় করে ভালো লাগছে। অন্যান্য ধারাবাহিক... দীপ্ত টিভিতে ধারাবাহিক নাটক ‘মালেক হইতে সাবধান’ প্রচার হচ্ছে। এটি নিদের্শনা দিয়েছেন মীর সাব্বির। এতে বয়স্ক নারীর চরিত্রে অভিনয় করেছি। কমেডি ঘরানার নাটকটিতে আমার বিপরীতে অভিনয় করেছেন মীর সাব্বির। এক বয়স্ক দম্পতির সাংসারিক টানাপড়েনকে হাস্যরসাত্মকভাবে নাটকে উপস্থাপন করা হয়েছে। এছাড়া ফরিদুর হাসানের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘লাকি থাটির্ন’-এ কাজ করছি। এতেও অনেকটা কমেডির ছেঁায়া আছে। প্রাধাণ্য পায় গল্প... কোনো নিদির্ষ্ট ঘরানা দেখে স্ক্রিপ্ট পছন্দ করি না। সবর্প্রথম গল্পকে প্রাধান্য দেয়ার চেষ্টা করি। কারণ, অভিনয়নিভর্র গল্প আমার পছন্দ। কমেডি নাটক বলতে অনেকে হাসি-ঠাট্টার অতিরঞ্জিত বহিঃপ্রকাশ বলে মনে করে। কিন্তু সে ধারা থেকে আমাদের বেরিয়ে আসার সময় হয়েছে বলে মনে করি। কমেডির আদলে কীভাবে সিরিয়াসধমীর্ গল্প বলা যায়, সেদিকেও দৃষ্টি দেয়া প্রয়োজন। কম উপস্থিতি... সংসারে সময় দেয়ার কারণে আগের মতো সেভাবে কাজ করতে পারছি না। আমার বাচ্চা সবেমাত্র তিন বছরে পা দিয়েছে। ওকে সময় দেয়ার পর যেটুকু অবসর পাই অভিনয় করি। তাই মাসে আট-দশ দিনের বেশি হয়তো নাটকে কাজ করা সম্ভব হয় না। বড়পদার্য় ... সব অভিনয়শিল্পীই চান বড়পদার্য় নিজেকে দেখতে। আমিও তার ব্যতিক্রম নই। তাই যখন টিভি নাটকে তুমুল ব্যস্ত ছিলাম সে সময়ই সিদ্ধান্ত নিয়েছিলাম ছবিতে কাজ করার। সজলের বিপরীতে ‘রানআউট’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলাম। ছবিটি সঠিক সময়ে মুক্তি পায়নি। তাই তা থেকে আশানুরূপ দশর্ক সাড়া পাইনি। ছবিটি ব্যবসায়িকভাবে সফল হলে হয়তো আরও বাণিজ্যিক ছবিতে আমাকে দেখা যেত। তবে এখন আর বাণিজ্যিক ছবি করতে চাই না। ভালো গল্পের মানানসই চরিত্র পেলে চলচ্চিত্রে অভিনয় করব।