ঢাকার মঞ্চে রাহুল দেবের নৃত্যযোগসূত্র

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
রাহুল দেব মÐল
নৃত্য ও ইয়োগার মধ্যে একটি মেলবন্ধন রয়েছে আদিম যুগ থেকেই। এই দুই শিল্পের দারুণ এক সম্মিলন ‘নৃত্যযোগসূত্র’। অভিনব এই নৃত্যধারাকে ঢাকার মঞ্চে উপস্থাপন করল দেশীয় নৃত্যজগতের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘নৃত্যনন্দন’। গত শুক্রবার শিল্পকলার একটি মহড়া কক্ষে বিভিন্ন বয়সি শিল্পীরা পরিবেশন করেন শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যমের সঙ্গে ইয়োগার সম্মিলনে তৈরি এই ‘নৃত্যযোগসূত্র’। কলকাতার তরুণ মেধাবী ভরতনাট্যম নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক রাহুল দেব মÐল ‘নৃত্যনন্দন’ আয়োজিত এক সপ্তাহের কমর্শালা করাতে ঢাকায় আসেন। এ কমর্শালায় অংশ নেন দেশের বিভিন্ন নৃত্যপ্রতিষ্ঠানের ভরতনাট্যম নৃত্যশিল্পীরা। কমর্শালা সমাপনী অনুষ্ঠান হিসেবে শিল্পকলায় এই অনুষ্ঠানের আয়োজন করেন নৃত্যনন্দন-এর কণর্ধার বিশিষ্ট নৃত্যশিল্পী শমির্লা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে রাহুল নিজেও দুটি নৃত্য পরিবেশন করে মুগ্ধ করেন উপস্থিত দশর্কদের। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যগুরু আমানুল ইসলাম, লায়লা হাসান, বেলায়েত হোসেন, আনিসুল ইসলাম হিরু, ড. সোমা মমতাজ, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়সহ অনেকেই। পরিবেশনা শেষে রাহুল দেব মÐল বলেন, ‘বাংলাদেশের নৃত্যশিল্পীরা নাচের প্রতি অনেক মনোযোগী। তারা সঠিক পথেই পরিচালিত হচ্ছে। চচার্ চালিয়ে গেলে খুবই ভালো করবে ভবিষ্যতে।’ প্রসঙ্গত, রাহুল দেব মÐল দীঘির্দন ধরে বিভিন্ন গুরুর কাছে ভরতনাট্যম শিখেছেন। দুঘর্টনায় কোমরের হাড় ভেঙে গেলেও তিনি হাল ছাড়েননি। ইয়োগা করে ফিট হয়ে আবারও বিপুল উদ্যমে নৃত্যচচার্ শুরু করেন। ইয়োগার মাধ্যমে নিজে যে সুফল তিনি পেয়েছেন, সেই বাতার্ আরও মানুষের মাঝে ছড়িয়ে দিতে রাহুল তার কোরিওগ্রাফিতে ভরতনাট্যমের সঙ্গে ইয়োগার ঈষর্ণীয় এক মেলবন্ধন সৃষ্টি করেছেন, যা দশর্ককে আলাদা বিনোদন দেয়। রাহুল দেব মÐল বতর্মানে নৃত্যযোগ নিয়ে বই রচনায় ব্যস্ত আছেন। এছাড়া তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নৃত্য বিষয়ে শিক্ষকতা করছেন।